বার্সেলোনা ৫ • রিয়াল বেতিস ২
রবিবার রাতে তারকায় ঠাসা ক্যাম্প ন্যুতে অভিষেক ম্যাচে তিনি শুধু জোড়া গোলই করলেন না। পাশাপাশি বার্সেলোনা বোর্ডকর্তাদের উদ্দেশে আঁতোয়ান গ্রিজ়ম্যান সম্ভবত এই বার্তাও পাঠিয়ে দিলেন, নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রকে নতুন ভাবে সই করানোর প্রয়োজন নেই!
৯৩৮ কোটি টাকায় আতলেতিকো দে মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় সই করা ফরাসি তারকা এমন এক রাতে জোড়া গোল উপহার দিলেন, যেখানে চোটের কারণে মাঠের ধারে বসে লিয়োনেল মেসি, লুইস সুয়ারেস এবং উসমান দেম্বেলে। তার মধ্যে সন্তানদের নিয়ে রবিবার পুরো ম্যাচ দেখলেন মেসি ও সুয়ারেস। ১৫ মিনিটে বেতিস এগিয়ে যায় ফেকিরের গোলে। অস্বস্তি তৈরি হয় বার্সা শিবিরে। যা কাটিয়ে দেন গ্রিজ়ম্যান। নিজের প্রথম গোল ৪১ মিনিটে। দ্বিতীয় গোল ৫০ মিনিটে। তার পরে বার্সাকে আর রুখতে পারেনি বেতিস রক্ষণ। ব্যবধান বাড়িয়ে যান কার্লেস পেরেস, জর্দি আলবা এবং আর্তুরো ভিদাল। ম্যাচের পরে গ্রিজ়ম্যান বলেছেন, ‘‘লা লিগায় যে হাতে গোনা মাঠগুলোতে আমি গোল পাইনি, তার মধ্যে ক্যাম্প ন্যু অন্যতম। অবশেষে সেখানে গোল করে দারুণ তৃপ্তি অনুভব করছি।’’