ফুসফুসের ক্যানসারে চলে গেলেন কিংবদন্তী ডাচ ফুটবলার জোহান ক্রুয়েফ। ইউরোপের তিন বারের ফুটবলার অব দ্য ইয়ার ক্রুয়েফের বয়স হয়েছিল ৬৮ বছর।
১৯৭১ থেকে টানা তিন বার আয়াখসের ইউরোপ চ্যাম্পিয়ন টিমে ছিলেন ক্রুয়েফ।
১৯৭৪ সালের বিশ্বকাপে হল্যান্ডের ফাইনালে ওঠার পিছনেও বড় ভূমিকা ছিল ক্রুয়েফের।
১৯৯২ সালে বার্সেলোনা প্রথম বার ইউরোপ চ্যাম্পিয়ন হয় ক্রুয়েফের কোচিং-এই।
নেদারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ক্ষতি ভাষায় প্রকাশ করা যায় না।... তিনি দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার। তাঁর স্ত্রী, পরিবার, পরিজন এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য বন্ধুর প্রতি সমবেদনা জানাচ্ছি।’