Advertisement
২৭ এপ্রিল ২০২৪

তাসকিনের জন্য লড়াই চালাচ্ছে বিসিবি

তাসকিনকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লড়াই চলছেই। নিষিদ্ধ বোলিং অ্যাকশনের জন্য কিছু দিন আগেই আইসিসি তাঁকে নির্বাসিত করেছে। কিন্তু বাংলাদেশ তাসকিন আহমেদের এই নির্বাসন মেনে নিতে পারেনি। তার পরই বিষয়টি নিয়ে আইসিসিকে লিখিতভাবে জানায় বিসিবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ১৯:০১
Share: Save:

তাসকিনকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লড়াই চলছেই। নিষিদ্ধ বোলিং অ্যাকশনের জন্য কিছু দিন আগেই আইসিসি তাঁকে নির্বাসিত করেছে। কিন্তু বাংলাদেশ তাসকিন আহমেদের এই নির্বাসন মেনে নিতে পারেনি। তার পরই বিষয়টি নিয়ে আইসিসিকে লিখিতভাবে জানায় বিসিবি। কিন্তু এখনও আইসিসির পক্ষ থেকে এই নিয়ে কোনও ব্যখ্যা পাওয়া যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার নাজিমুদ্দিন চৌধুরী বলেন, ‘‘আমাদের বোর্ড সভাপতি ইতিমধ্যেই আইসিসির চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে কথা বলেছে।’’

তাসকিন আর আরাফত সানি বাংলাদেশের সব থেকে সফল বোলার। বিশ্বকাপের মূল পর্বে এই দু’জনকে ছাড়া হারের মুখ দেখতে হচ্ছে বাংলাদেশকে। যখন তাসকিনের বোলিংয়ে কোনও ভুল নেই বলে মনে করছেন মাশরাফি থেকে বিসিবি সকলেই। নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘‘ওদের তরফে আমরা কিছু ফিডব্যাক পেয়েছি। তাসকিনের নির্বাসন যত দ্রুত সরিয়ে নেওয়ার ব্যাবস্থা করা যায় সেই চেষ্টাই আমরা করছি।’’ দলের তরফে বলা হয়েছে, তাসকিন প্রসঙ্গে সঠিক বিচার চায় দলের প্রত্যেকে।

আরও খবর

ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে ভাইরাল ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Taskin Ahmed BCB ICC wt20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE