এগিয়ে আসছে আইপিএল উদ্বোধনের দিনক্ষণ। মহেন্দ্র সিংহ ধোনির প্র্যাকটিস দেখতে উপচে পড়ছে স্টেডিয়াম। বিরাট কোহালির অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দিয়েছে। যুবরাজ সিংহর আবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে পা রেখেই মনে পড়ে যাচ্ছে ২০১১ সালের ফাইনালের কথা। অর্থাৎ তুলির শেষ টান দিতেই ব্যস্ত প্রতিটি দল।
এর মধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আইপিএলের গ্রুপ পর্বের সূচি প্রকাশ করল। আগে ২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সূচি দেওয়া হয়েছিল। এ দিন ৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সূচি প্রকাশ করা হল। প্লে অফ ও ফাইনালের সূচি অবশ্য এখনও জানানো হয়নি।
নতুন সূচিতে ইডেন গার্ডেন্সে কবে খেলা পড়েছে কলকাতা নাইট রাইডার্সের? দেখে নিন এক ঝলকে—
২৪ মার্চ কেকেআর-সানরাইজার্স হায়দরাবাদ, ২৭ মার্চ কেকেআর-কিংস ইলেভেন পঞ্জাব, ১২ এপ্রিল কেকেআর-দিল্লি ক্যাপিটালস, ১৪ এপ্রিল কেকেআর-সিএসকে, ১৯ এপ্রিল কেকেআর-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২৫ এপ্রিল কেকেআর-রাজস্থান রয়্যালস, ২৮ এপ্রিল কেকেআর-মুম্বই ইন্ডিয়ান্স।
BCCI announces full schedule for the league stage of #VIVOIPL 2019
— IndianPremierLeague (@IPL) March 19, 2019
Click here for more details - https://t.co/bAUBCFgZla pic.twitter.com/3e66Skw3Z2