Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ জানুয়ারি ২০২২ ই-পেপার

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে দলে ঋষভ, ফিরলেন শামি

এ দিন ১৪ জনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। নেতৃত্বে বিরাট কোহালি। এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করার পর আবার রোহ

নিজস্ব প্রতিবেদন
১১ অক্টোবর ২০১৮ ১৮:৪২

ভারতের জার্সিতে একদিনের ম্যাচে অভিষেকের রাস্তা খুলে গেল ঋষভ পন্থের সামনে। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই একদিনের ম্যাচের দল ঘোষণা করে বিসিসিআই। ঋষভের ওয়ান ডে দলে জায়গা করে নেওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। ইংল্যান্ড সফরের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে দেশকে ভরসা দেওয়ার পর তাঁর ওয়ান ডে অভিষেক নিশ্চিত হয়ে গিয়েছিল।

এ দিন ১৪ জনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। নেতৃত্বে বিরাট কোহালি। এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করার পর আবার রোহিত শর্মাকে ডেকে নেওয়া হল ওয়ান ডে দলে। বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমার আর যশপ্রীত বুমরাকে। এ দিকে এখনও পুরোপুরি সুস্থ না হয়ে ওঠায় দলে ডাকা হয়নি কেদার যাদব আর হার্দিক পাণ্ড্যকে।

কেদার যাদবের পরের ওয়ান ডেগুলোতে ফেরার সম্ভাবনা রয়েছে। ঋষভ পন্থের ডাক আসায় বাদের তালিকায় চলে গেলেন দীনেশ কার্তিক। এর মধ্যেই প্রায় এক বছর পর আবার ওয়ান ডে দলে ফিরলেন মহম্মদ শামি।

Advertisement

আরও পড়ুন
পৃথ্বীকে নিজের মতো থাকতে দেওয়া হোক, বললেন কোহালি

ভারতীয় দল: বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধওয়ন, অম্বাতি রায়ডু, মণীশ পাণ্ড্যে, ঋষভ পন্থ, এমএস ধোনি, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, খলিল আহমেদ, শার্দূল ঠাকুর, লোকেশ রাহুল, যুজবেন্দ্র চাহাল।

আরও পড়ুন

Advertisement