Advertisement
E-Paper

বিসিসিআই কিছুই জানাইনি: পিসিবি

অতীত সিরিজ আগেই বাতিল করে দিয়েছিল বিসিসিআই। আগামীতে ১৯টি ম্যাচ খেলার কথা রয়েছে দুই দেশের। ২০১৯ থেকে তা শুরু হওয়ার কথা। চার বছরের জন্য এই দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব এসেছে আইসিসির তরফেও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৭ ১৮:১৭
আইসিসির মিটিংয়ে নাজম শেঠী। ছবি: এএফপি।

আইসিসির মিটিংয়ে নাজম শেঠী। ছবি: এএফপি।

পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলবে না ভারত। দীর্ঘদিন ধরেই তা নিয়ে জলঘোলা চলছে। ভারতকে হুমকীও দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ বার নতুন তথ্য দিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নাজম শেঠী। তিনি জানিয়েছেন, ভারত খেলবে কি না সেটা পরিষ্কার করে কিছুই জানায়নি। তাঁর বক্তব্য, ভারতীয় ক্রিকেট বোর্ড ১৯টি ম্যাচ খেলবে নাকি খেলবে না। অকল্যান্ডে আইসিসির মিটিংয়ে এই তথ্য জানিয়েছে নাজম শেঠী।

আরও পড়ুন

বিশ্ব রানআউট একাদশে ভারতের মাত্র ২ জন

অতীত সিরিজ আগেই বাতিল করে দিয়েছিল বিসিসিআই। আগামীতে ১৯টি ম্যাচ খেলার কথা রয়েছে দুই দেশের। ২০১৯ থেকে তা শুরু হওয়ার কথা। চার বছরের জন্য এই দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব এসেছে আইসিসির তরফেও। বুধ শেঠী বলেন, ‘‘আইসিসি ২০১৯ থেকে ২০২৩এর মধ্যে সব টেস্টে খেলা দেশগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিকল্পনা করেছে। তার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচও। বিসিসিআই এখনও বিষয়টি গ্রহন বা প্রত্যাখ্যান কিছুই করেনি।’’

আরও পড়ুন

সহবাগের ‘নজর’ লেগে আউট ডেভিলিয়ার্স!

শেঠী আরও বলেন, ‘‘আমরা জানি ভারত সরকারের অনুমতি দরকার হবে আইসিসির সঙ্গে সঙ্গে। কিন্তু অকল্যান্ডের মিটিংয়ে ভারতের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ’’ এ দিকে ২০১৪ থেকে ২০১৬র মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে দুটো সিরিজ না খেলার জন্য ক্ষতিপূরণ চায় পাকিস্তান বোর্ড। তা নিয়েও আইসিসির কাছে দরবার করেছে তারা। সেই দুই সিরিজের জন্য ৭ কোটি মার্কিন ডলারের ক্ষতিপূরণ চায় পাকিস্তান।

Cricket Pakistan Cricket Board BCCI ICC Najam Sethi নাজম শেঠী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy