Advertisement
১৮ মে ২০২৪
BCCI is in pressure

আদালতের ধমকে আরও চাপে বিসিসিআই

শেষ বারের মতো বিসিসিআইকে সাবধান করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত বলে দিল, সময় নষ্ট না করে লোধা কমিটির নির্দেশ এখনই যেন কাজে লাগাতে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগেই জানিয়ে দিয়েছিল ৬ অক্টোবর লোধা কমিটির অভিযোগ নিয়ে বসবে আদালত।

অনুরাগ ঠাকুর। ছবি: পিটিআই।

অনুরাগ ঠাকুর। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ১৮:৩৩
Share: Save:

শেষ বারের মতো বিসিসিআইকে সাবধান করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত বলে দিল, সময় নষ্ট না করে লোধা কমিটির নির্দেশ এখনই যেন কাজে লাগাতে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগেই জানিয়ে দিয়েছিল ৬ অক্টোবর লোধা কমিটির অভিযোগ নিয়ে বসবে আদালত। সেই মতো এদিন সরাসরি বিসিসিআইকে সাবধান করে দেওয়া হল। পূজোর ছুটি কাটিয়ে ১৭ অক্টোবর আবার আদালত খুলবে। তার পর দেখা হবে বিসিসিআই আদৌ আদালতের কথা মেনে চলা শুরু করেছে কী না। তবে আদালত বলে দিয়েছে, বিসিসিআই যেন আর সময় নষ্ট না করে। এই রায়ের পর রীতিমতো চাপে বিসিসিআই। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্য সংস্থাগুলোকে লোধা কমিটির নির্দেষ না মানার জন্য নেতৃত্ব দিয়েছে বিসিসিআই।

এর আগে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বলা হয়েছিল এই আইন কার্যকরী করার কথা। কিন্তু তা করেনি বিসিসিআই। এছাড়া লোধা প্যানেলের ‘ওয়ান স্টেট ওয়ান ভোট’ পলিসিও মেনে নেয়নি বিসিসিআই। এই মুহূর্তে বিসিসিআই-এর অধিনে রয়েছে ৩০টি অ্যাসোসিয়েশন সঙ্গে একাধিক ভোটিং। যার বিরুদ্ধে লোধা কমিটি। ২১ সেপ্টেম্বর বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় যে কমিটি তৈরি করেছিল সেটাও লোধা কমিটির আদেশকে অগ্রাহ্য করে। জাস্টিস টিএস ঠাকুর বলেন, ‘‘যদি বিসিসিআই মনে করে থাকে আইন তাদের মতো করে চলবে তা হলে সেটা ভুল। তাদের আদালতের আদেশ মেনেই চলতে হবে। আইন মেনে চল, অথবা আইন মেনে চলতে বাধ্য করা হবে।’’

আরও খবর

সুপ্রিম কোর্টের রায়ের আগে বোর্ডে গৃহযুদ্ধ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BCCI Lodha Committee Supreme Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE