Advertisement
৩০ সেপ্টেম্বর ২০২৩

জট খুলল, আজ দল নির্বাচন বিরাটদের

প্রত্যাশা মতোই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শনিবার রাতেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, রবিবার বোর্ডের বিশেষ সাধারণ সভায় এ রকমই সিদ্ধান্ত নেওয়া হবে। ঠিক সেটাই ঘটল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ০৪:২৪
Share: Save:

প্রত্যাশা মতোই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শনিবার রাতেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, রবিবার বোর্ডের বিশেষ সাধারণ সভায় এ রকমই সিদ্ধান্ত নেওয়া হবে। ঠিক সেটাই ঘটল।

আজ, সোমবারেই বিরাট কোহালির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির দল বেছে নেওয়া হবে। সেখানে খুব বেশি চমক থাকার আশা কম। তবে এক জন পেসারের জায়গা নিয়ে তর্ক উঠতে পারে মহম্মদ শামি এবং আইপিএলে ভাল করা কয়েক জনের মধ্যে। শামির ফিটনেস নিয়ে সম্পূর্ণ নিশ্চিত হতে পারেননি কেউ কেউ। তবে তাঁর থাকার সম্ভাবনাই বেশি।

তবে রাজধানীতে এ দিন বোর্ডের সভায় সকলের সুর এক ছিল, বলা যাবে না। এন শ্রীনিবাসন স্কাইপের মাধ্যমে যোগ দেন সভায়। তিনি যে সভায় যোগ দেবেন, সেই কথা একেবারে শেষ মুহূর্তে জানান বোর্ড সচিব অমিতাভ চৌধুরি। তাঁর অনুগামীরা কট্টরপন্থায় অনড় ছিলেন। শেষ মুহূর্ত পর্যন্ত তাঁরা দাবি করে যাচ্ছিলেন যে, আইসিসি-র টাকা কমিয়ে দেওয়ার প্রতিবাদে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করাই উচিত। প্রতিবাদে নোটিস পাঠানোর দাবিতেও অনড় থাকেন তাঁরা। শেষ পর্যন্ত শ্রীনি এবং তাঁর অনুগামীরা বুঝে যান, তাঁদের হাতে সংখ্যাগরিষ্ঠতা নেই। তার পরেই বাকিদের সঙ্গে সুর মিলিয়ে নোটিস পাঠানোর দাবি থেকে দূরে হঠেন তাঁরা।

তবে ঠিক হয়েছে, বোর্ডের পক্ষ থেকে সচিব অমিতাভ চৌধুরি যাবেন আইসিসি-র সঙ্গে টাকা নিয়ে রফা করার জন্য। সুপ্রিম কোর্ট নিযুক্ত পর্যবেক্ষকরা দল পাঠানোর পক্ষেই ছিলেন। শ্রীনির বিদ্রোহকে তাঁরা যে ভাবেই হোক আটকাতে চেয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE