Advertisement
E-Paper

পিচ বিতর্কে আইসিসি যা বলবে সে ভাবেই চলব

নাগপুর পিচ নিয়ে বিতর্ক আর বাড়াতে চাইছেন না শশাঙ্ক মনোহর। বরং ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট মনে করিয়ে দিচ্ছেন যে, আইসিসি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তারা যে ভাবে যা বলবে, সে ভাবেই চলা হবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫ ০৪:৩৪

নাগপুর পিচ নিয়ে বিতর্ক আর বাড়াতে চাইছেন না শশাঙ্ক মনোহর। বরং ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট মনে করিয়ে দিচ্ছেন যে, আইসিসি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তারা যে ভাবে যা বলবে, সে ভাবেই চলা হবে।

বৃহস্পতিবার বিসিসিআই টিভিকে সাক্ষাৎকার দেওয়ার সময় ভারতীয় বোর্ড প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হয়, নাগপুর পিচকে সরকারি ভাবে সতর্ক করেছে আইসিসি। অথচ অ্যাডিলেডে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ তিন দিনে শেষ হয়ে গেলেও তা নিয়ে কোনও কথা হয়নি। এটা তাঁর আইসিসির ‘দ্বিচারিতা’ বলে মনে হচ্ছে কি না। জবাবে মনোহর বলেন, ‘‘খারাপ উইকেট নিয়ে আইসিসি কিছু নিয়ম তৈরি করেছে। যেখানে বলা আছে যদি কোনও উইকেটে বেশি স্পিন বা সিম মুভমেন্ট হয়, তা হলে সেটাকে খারাপ উইকেট ধরা হবে। নাগপুরের উইকেটে তৃতীয় দিনে অতিরিক্ত টার্ন আর অসমান বাউন্স দেখা গিয়েছে। আমার মতে, এটা ম্যাচ রেফারির নিজস্ব সিদ্ধান্ত যা সবার মতামতের সঙ্গে না-ও মিলতে পারে।’’

এখানে না থেমে বোর্ড প্রেসিডেন্ট আবার জুড়েছেন, ‘‘কতটা বাউন্স হচ্ছে, কতটা টার্ন হচ্ছে, সাধারণের চেয়ে বেশি হচ্ছে কি না, সবই আপেক্ষিক ব্যাপার। কেউ হয়তো বল বেশি ঘোরায়, কেউ কম ঘোরায়। তাই এ সব ব্যাপারগুলোকে মাথায় রাখতে হয়। যা-ই হোক, আইসিসি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেই মতো চলব।’’

পাশাপাশি মনোহরকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নাগপুর (বোর্ড প্রেসিডেন্টের কেন্দ্র) এবং ধর্মশালার (বোর্ড সচিবের কেন্দ্র) বেশি ম্যাচ পাওয়া নিয়েও জিজ্ঞেস করা হয়। তাঁকে বলা হয়, অর্ধেকের বেশি ম্যাচ এই দু’টো ভেন্যুতে চলে গিয়েছে। অথচ দেশে এমন অনেক স্টেডিয়াম আছে, যেখানকার দর্শকসংখ্যা এই দু’টো স্টেডিয়ামের চেয়ে বেশি। তা হলে? উত্তরে বোর্ড প্রেসিডেন্টের সাফ উত্তর, ‘‘আপনারা কয়েকটা বেশি কোয়ালিফায়ারের কথা বলছেন। কিন্তু প্রধান রাউন্ড যদি ধরেন, তা হলে দেখা যাবে মোটেও সেটা হয়নি। বরং আমি বলব নাগপুর বা ধর্মশালা চাইলে তো সেমিফাইনাল করতে পারত। নাগপুরে ফাইনালও হতে পারত। কারণ এটাই সেরা স্টেডিয়াম। পঁয়তাল্লিশ হাজার দর্শক ধরে। তা হলে?’’

বোর্ড প্রেসিডেন্ট বরং ফের মনে করিয়ে দিয়েছেন যে, তাঁর জমানায় বেনিয়মের কোনও জায়গা নেই। তিনি ভারতীয় বোর্ড প্রশাসনকে স্বচ্ছ ভাবে চালাতে চান। ‘‘আমরা তো সে রকম কিছু কিছু জিনিস করেওছি। বোর্ডে যা যা হয়, সব বোর্ডের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়। এমনকী এ বারের বার্ষিক রিপোর্ট, যা সদস্যদের দেওয়া হয়েছে, সেটা পর্যন্ত ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। এর বাইরেও স্বার্থের সংঘাত নিয়ে আমরা নিয়মকানুন করেছি। বিচারপতি লোঢার পরবর্তী রিপোর্টের অপেক্ষা করছি আমরা। রিপোর্টে যা বলা থাকবে, যথাসাধ্য চেষ্টা হবে সে সব করার।’’

একই সঙ্গে মনোহর ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন যে, দু’দেশের সরকার ঐক্যমত না হলে ভারত-পাক সিরিজ সম্ভব নয়। প্রসঙ্গত, চলতি মাসের শেষাশেষি দু’দেশের সিরিজ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। পাকিস্তান সরকার সিরিজ নিয়ে সবুজ সঙ্কেত দিয়ে দিলেও ভারত সরকার এখনও কোনও উচ্চবাচ্য করেনি। যে প্রসঙ্গে এ দিন মনোহর বলেন, ‘‘আপনারা জানেন যে, ভারতীয় বোর্ড আর পিসিবি সিরিজ করতে চেয়েছিল। কিন্তু বিষয়টা জটিল। আর সেটা দু’দেশের বোর্ডের উপর নির্ভরও করে না। দু’দেশের সরকারকে এ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমি নিশ্চিত যে দিন ঠিকঠাক পরিবেশ তৈরি হবে, দু’দেশের সরকারই একমত হবে সিরিজ খেলার ব্যাপারে।’’

BCCi will abide by the ICC decision on Nagpur pitch, says Shashank Manohar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy