Advertisement
E-Paper

নতুন বছর। নতুন মুখ্যসচিব। বছরের প্রথম দিনে কোথায় কেমন ভিড়। কেমন ঠান্ডা রাজ্যে... আর কী

আজ কলকাতার কোথায় কেমন ভিড় হল সেদিকে যেমন নজর থাকবে, তেমনই নজর থাকবে যান চলাচলের পরিস্থিতি সম্পর্কিত খবরের দিকে। বছরের প্রথম দিনেই নবান্নে নতুন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব দায়িত্ব নেবেন। বছরের প্রথম দিনটিই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

বছরের প্রথম দিন। ভোর থেকেই কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করেছে পুলিশ। কোথাও ‘নো এন্ট্রি’, আবার কোথাও ‘ওয়ানওয়ে’। অনেক রাস্তাতেই ঢোকা যাবে না। গাড়ি পার্ক করার জন্যও বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট স্থান। আজ কলকাতার কোথায় কেমন ভিড় হল সে দিকে যেমন নজর থাকবে, তেমনই নজর থাকবে যান চলাচলের পরিস্থিতি সম্পর্কিত খবরের দিকে।

বছরের প্রথম দিনেই নবান্নে নতুন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব দায়িত্ব নেবেন। বৃহস্পতিবার প্রথম মহিলা মুখ্যসচিব হিসাবে দায়িত্ব নেবেন নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব হিসাবে দায়িত্ব নেবেন জগদীশ মিনা। বছরের শেষ দিনেই রাজ্য প্রশাসনে রদবদল ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই রদবদল করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সচিব পদে নিয়োগ করা হয়েছে। তিনিও দায়িত্ব নেবেন পয়লা জানুয়ারিই।

বছরের প্রথম দিনটিই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। সেই দিবসটি পালনের জন্য তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী একটি বিবৃতি জারি করেছেন। ১-৭ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানান সামাজিক কর্মসূচির মাধ্যমে জনসংযোগ করতে বলেছেন। বৃহস্পতিবার ইএম বাইপাসের তৃণমূল ভবনে সকাল সকাল পতাকা উত্তোলন করবেন তৃণমূলের রাজ্য সভাপতি। এ ছাড়াও সমাজমাধ্যমে বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেহেতু ২০২৬ সালেই বিধানসভা নির্বাচন হবে রাজ্যে, তাই প্রতিষ্ঠা দিবসকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব ।

এসআইআর নিয়ে শুনানির পঞ্চম দিনেও জেলায় জেলায় হয়রানির অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন বয়স্কদের বাড়ি বাড়ি গিয়ে শুনানির কথা বললেও বাস্তব পরিস্থিতি আলাদা। অন্য দিকে, বিএলএ-২ ইস্যু নিয়ে কমিশনের সঙ্গে তরজা জারি রেখেছে রাজ্যের শাসকদল। গতকাল দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধিদল গিয়ে দেখা করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে। বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। মতপার্থক্যও দেখা দেয়। কমিশন থেকে বেরিয়ে অভিষেক কিছুটা উত্তেজিত স্বরে বলেন, উঁচুগলায় কথা বলে আমার দিকে আঙুল তোলেন (জ্ঞানেশ)। আমি তখন বলি, আঙুল নামিয়ে কথা বলুন। আপনি কিন্তু মনোনীত। আমি জনগণের দ্বারা নির্বাচিত। ভাববেন না, আপনি জোর গলায় কথা বললেই আমরা দমে যাব।’’ আজ, ষষ্ঠ দিনে রাজ্যের শুনানি এবং শাসকদল তৃণমূলের অবস্থান সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

হরিয়ানায় এক তরুণীকে গাড়ির মধ্যেই গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, তিন ঘণ্টা ধরে আটকে রেখে ধর্ষণের পরে চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয় তরুণীকে। ওই ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার তদন্তের দিকে নজর থাকবে আজ।

মধ্যপ্রদেশের ইনদওরে পুরসভার সরবরাহ করা পানীয় জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। গত কয়েক দিনে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন শতাধিক। প্রশ্ন উঠেছে জনস্বাস্থ্য নিয়ে। ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পুরসভার দুই আধিকারিক নিলম্বিত হয়েছেন। বরখাস্তও করা হয়েছে এক আধিকারিককে। ইনদওরের এই ঘটনার দিকে নজর থাকবে আজ।

গতকাল মরসুমের শীতলতম দিন ছিল কলকাতায়। বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে শীত কমতে পারে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত কিছুটা কমবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। বৃহস্পতি এবং শুক্রবার দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। পার্বত্য এলাকায় হতে পারে তুষারপাতও।

News of the Day New Year 2026 Special Intensive Revision TMC Nandini Chakraborty Drinking water Bengal weather today Haryana Rape
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy