Advertisement
১৬ মে ২০২৪

প্রয়াসের ঘূর্ণি, তবু নড়বড়ে বাংলা

বাংলা প্রথম ইনিংসে ১৪৮ রানের পর এ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টি-ব্রেকের আগে ২ উইকেটে খুইয়ে বসে।

ত্রাস: বল হাত প্রয়াস। বালুরঘাট স্টেডিয়ামে বুধবার। নিজস্ব চিত্র

ত্রাস: বল হাত প্রয়াস। বালুরঘাট স্টেডিয়ামে বুধবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ০৫:৪৭
Share: Save:

প্রয়াসের বোলিং নৈপুণ্য মুগ্ধ করলেও ব্যাটিং ব্যর্থতায় চ্যালেঞ্জের মুখে বাংলা। কোচবিহার ট্রফির চতুর্থ দিনের খেলায় বাংলা অনুর্ধ্ব ১৯ দলের প্রয়াস রায়বর্মণের লেগস্পিনের জাদু দেখল বালুরঘাট স্টেডিয়াম। ৫৮ রানে তিনি তুলে নিলেন ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তাঁর শিকার মোট ৯ জন। এই ইনিংসে প্রয়াসকে যোগ্য সঙ্গত করলেন করণ লাল। তিনি নিলেন দুই উইকেট। মূলত এই দু’জনের জন্যই ১৯৫ রানে শেষ হয়ে গেল মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংস। প্রয়াসের বিরুদ্ধে টিকে থাকতে পেরেছিলেন শুধু সুরজ বশিষ্ঠ (৮৫)।

এই বোলিংয়ের সুবিধা কিন্তু এখনও নিতে পারেননি বাংলার ব্যাটসম্যানরা। বাংলা প্রথম ইনিংসে ১৪৮ রানের পর এ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টি-ব্রেকের আগে ২ উইকেটে খুইয়ে বসে। মধ্যপ্রদেশের ইশান আফ্রিদি ২ উইকেট এবং প্রণকেশ রাই ও অধীরপ্রতাপ সিংহ একটি করে উইকেট নিয়ে বাংলাকে চাপে ফেলে দেন। ২৭৩ করলে জয়, এই পরিস্থিতিতে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে বাংলার রান ৭৫। আজ, বৃহস্পতিবার, খেলার শেষ দিনে বাংলাকে জিততে গেলে করতে হবে আরও ১৯৮ রান। হাতে রয়েছে ৬ উইকেট।

বালুরঘাটের যে হাতে গোনা ক্রিকেট উৎসাহীরা এ দিন মাঠে গিয়েছিলেন তাঁরা আফসোস করতে করতে ঘরে ফিরলেন। তাঁদের কথায়, প্রয়াস ব্যাটসম্যানদের সামনে যে সুযোগ এনে দিয়েছিলেন, তা কি আর কাজে লাগানো সম্ভব হবে!

দুই ইনিংসে প্রয়াস অল্প রান দিয়ে ৯ উইকেট নিয়ে এর মধ্যেই শহরে সাড়া ফেলে দিয়েছে। বুধবার তৃতীয় দিনের খেলা শেষ হতেই প্রয়াসের সঙ্গে সেলফি তুলতে জমে যায় খুদে খেলোয়াড়দের ভিড়। দুর্গাপুরের বাসিন্দা প্রয়াস বলেন, ‘‘আইপিএল একটি বড় প্ল্যাটফর্ম। সেখানে ভারতীয় দলের বিখ্যাত খেলোয়াড়দের সঙ্গে এক ড্রেসিংরুমে থাকব, ভাবতেই ভাল লাগছে।’’ স্টেডিয়াম নিয়ে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া প্রয়াসের বলে, ‘‘বালুরঘাটের স্টেডিয়াম খুব ভাল মানের। এখানকার পরিবেশও ভাল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Prayas Ray Barman Cooch Behar Trophy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE