Advertisement
E-Paper

বেঙ্গালুরুর কাছে হেরে চ্যাম্পিয়নশিপ কঠিন করে ফেলল ইস্টবেঙ্গল

যতটা আশা করা হয়েছিল তার এক ভাগ মাঠে করে দেখাতে পারল না বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। বেঙ্গালুরুর বিরুদ্ধে আজকের ম্যাচ ছিল চ্যাম্পিয়নশিপের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচ ৩-১ গোলে হেরেই কলকাতায় ফিরতে হচ্ছে র‌্যান্টিদের।

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ১৮:৫৫

যতটা আশা করা হয়েছিল তার এক ভাগ মাঠে করে দেখাতে পারল না বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। বেঙ্গালুরুর বিরুদ্ধে আজকের ম্যাচ ছিল চ্যাম্পিয়নশিপের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচ ৩-১ গোলে হেরেই কলকাতায় ফিরতে হচ্ছে র‌্যান্টিদের। ডংয়ের গোলে শুরুতেই এগিয়ে যাওয়া কাজে লাগাতে ব্যর্থ ইস্টবেঙ্গল রক্ষণ। খাবরা, সৌমিকরা সারাক্ষণই খাবি খেলেন। মেহতাব হোসেন, দীপক মণ্ডল বসে থাকলেন বেঞ্চে। অনেক সময় নিয়ে নিলেন লোবোকে নামাতে। আই লিগের চ্যাম্পিয়নশিপ থেকে ইস্টবেঙ্গলও অনেকটাই দুরে সরে গেল। এবার অনেক হিসেবের পালা। অন্যদিকে, ২৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে চলে গেল বেঙ্গালুরু। চ্যাম্পিয়নশিপের অনেকটাই কাছে পৌঁছে গেলেন সুনীল ছেত্রীরা।

• খেলা শেষ।

• বেঙ্গালুরুর হয়ে গোল করলেন লিংদো, কিম ও মালসোয়ামজুয়ালা। ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন ডং।

• বেঙ্গালুরুর কাছে ৩-১ গোলে হেরে চ্যাম্পিয়নশিপ অনেক কঠিন করে ফেলল ইস্টবেঙ্গল।

• ৯০ মিনিট, বেঙ্গালুরুর পরিবর্তন। মালসোয়ামজুয়ালার জায়গায় এলেন সালাম রঞ্জন সিংহ।

• ৯০ মিনিট, ৪ মিনিট অতিরিক্ত সময়।

• ৮৮ মিনিট, বেঙ্গালুরুর পরিবর্তন। কিমের জায়গায় এলেন দঙ্গেল।

• ৮৪ মিনিট। ইস্টবেঙ্গলে পরিবর্তন। হরমনজ্যোত খাবরার জায়গায় এলেন কেভিন লোবো।

• ৮০ মিনিট, উদান্ত সিংহর জায়গায় এলেন সিকে বিনিথ।

• ৮০ মিনিট, রফিকের শট বাইরে।

• ৭৯ মিনিট, ৩-১ গোলে এগিয়ে গিয়ে আপাতত কিছুটা রক্ষনাত্মক বেঙ্গালুরু।

• ৭৪ মিনিট, ইস্টবেঙ্গলে পরিবর্তন। অবিনাশ রুইদাসের জায়গায় এলেন টুলুঙ্গা।

• ইস্টবেঙ্গলের রক্ষণকে নিয়ে ছেলে খেলা করছে বেঙ্গালুরু।

• মালসোয়ামজুয়ালার গোলে ৩-১ এ এগিয়ে গেল বেঙ্গালুরু।

• ৭০ মিনিট, গোওওওওওওল...

• ইস্টবেঙ্গলে পরিবর্তন। সঞ্জু প্রধানের জায়গায় এলেন মহম্মদ রফিক।

• লিংদোর ক্রস থেকে সিয়ং ইয়ং কিমের গোলে ২-১ এ এগিয়ে গেল বেঙ্গালুরু।

• ৬৩ মিনিট, গোওওওওওওওল...

• হলুদ কার্ড সুনীল ছেত্রীর।

• ৫৭ মিনিট, দুরন্ত সেভ অমরিন্দরের। সঙ্গে ডংয়ের দারুণ গোলমুখি আক্রমণ।

• ৫৬ মিনিট, ইস্টবেঙ্গলের ফ্রিকিক। কাজে লাগল না।

• ৫২ মিনিট, আবার সুযোগ ইস্টবেঙ্গলের সামনে।

• ৫১ মিনিট, ইস্টবেঙ্গলের পর পর সুযোগ নষ্ট। প্রথমে ডংয়ের শট ডিফেন্ডারদের গায়ে লেগে ফিরলেন আবারও পেয়ে যান ডং। তাঁর থেকে বল পেয়ে য়ান র‌্যান্টি। কিন্তু তাঁর শটও জমা হয় অমরিন্দরের হাতে।

• ৫০ মিনিট, শেহনাজের সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে বাইরে গেলেও কিছুক্ষণের মধ্যেই মাঠে ফিরলেন বেঙ্গালুরুর ওসানো।

• ৪৯ মিনিট, লিংদোর ফ্রিকিক সরাসরি রেহেনেসের হাতে জমা হল।

• ৪৭ মিনিট, মেন্ডির হলুদ কার্ড।

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• প্রথমার্ধের খেলা শেষে ইস্টবেঙ্গল ১ (ডো ডং), বেঙ্গালুরু এফসি ১ (ইউজিনসন লিংদো)।

• ১ মিনিট অতিরিক্ত সময়।

• ৪৪ মিনিট, এই মুহূর্তে বল পজেশনে এগিয়ে ইস্টবেঙ্গল।

• ৩৯ মিনিট, ডংয়ের হলুদ কার্ড।

• ৩৬ মিনিট, ইস্টবেঙ্গল বক্সে বেঙ্গালুরুর আক্রমণ। কিমের শট বাঁচালেন টিপি রহেনেশ। ফিরতি বলে লিংদোর শট বাইরে পাঠালেন বেলো।

• ৩৪ মিনিট, বেঙ্গালুরুর নিশ্চিত সুযোগ নষ্ট।

• ৩০ মিনিট, ইস্টবেঙ্গলের সুযোগ নষ্ট। বেলোর ক্রস থেকে ডো ডংয়ের হেড বাইরে গেল।

• লিংদোর গোলে সমতায় ফিরল বেঙ্গালুরু।

• ২৮ মিনিট, গোওওওওওওওওল...

• ডংয়ের গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল।

• ২৬ মিনিট, গোওওওওওওওওল....

• ২৫ মিনিট, দুরন্ত সেভ রেহনেশের।

• ২২ মিনিট, সঞ্জুর মাপা ক্রসে র‌্যান্টির দুর্বল হেড সরাসরি গোলকিপারের হাতে।

• ১৯ মিনিট, ৩-৪ জনকে কাটিয়ে ইস্টবেঙ্গল বক্সে ঢুকে পড়েছিলেন উদান্ত সিংহ। কেটে গিয়েছিলেন বেলো রজাকও। শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন সঞ্জু।

• ১৬ মিনিট, লালথুমাউইয়ার মিস পাস থেকে বল পেয়ে গিয়েছিলেন র‌্যান্টি। সেখান থেকেই বল দেন সঞ্জুকে। কিন্তু সঞ্জুর শট বাঁচিয়ে দেন কিগান পেরেরা।

• ১৫ মিনিট, অবিনাশ রুই দাসের গোলমুখি শট বাইরে।

• ১৪ মিনিট, বেঙ্গালুরুর কর্নার। লি‌ংদোর কর্নার থেকে ওসানোর হেড। ক্লিয়ার।

• ১২ মিনিট, সৌমিক দের হলুদ কার্ড।

• ইস্টবেঙ্গল অর্ধেই চলছে খেলা।

• ৮ মিনিট, আবার সুযোগ বেঙ্গালুরুর। রিনোর ক্রস সুনীলকে কিন্তু ইস্টবেঙ্গল রক্ষণে প্রতিহত হল সেই আক্রমণ।

• ৭ মিনিট, গোল কিক ইস্টবেঙ্গলের।

• ৬ মিনিট, সহজ সুযোগ নষ্ট বেঙ্গালুরুর।

• ৫ মিনিট, সুনীলের গোলমুখি দৌড়। সেখান থেকে লিংদোকে ক্রস করলেও তিনি গোলে শট নিতে ব্যর্থ। তার আগেই ক্লিয়ার করলেন মেন্ডি।

• ইস্টবেঙ্গল বক্সের বাইরেই ফ্রিকিক পেয়েছিল বেঙ্গালুরু। কিন্তু লি‌ংদোর সেট পিস কাজে লাগল না।

• ২ মিনিট, বেঙ্গালুরুর ফ্রিকিক বাইরে।

• খেলা শুরু।

• ৪-৪-১-১ ছকে দল সাজিয়েছেন ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য।

• এই মরশুমে প্রথমবার ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব করবেন রন্টি মার্টিন্স।

• জন জনসনের জায়গায় শুরু করতে পারেন কিগান পেরেরা।

• মাঝ মাঠে শুরু করছেন হরমনজ্যোত সিংহ খাবরা ও শেহনাজ সিংহ।

• অনেকদিন পর বেঞ্চে শুরু করছেন মেহতাব হোসেন। উল্টোদিকে প্রথম এগারোয় জায়গা করে নিয়েছেন ডো ডং।

• খেলা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই।

আজ হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি বেঙ্গালুরু এফসি ও ইস্টবেঙ্গল। গত বছর এই মাঠ থেকেই আই লিগ জিতে কলকাতায় ফিরেছিল মোহনবাগান। ইস্টবেঙ্গলের সামনেও একই চ্যালেঞ্জ। বেঙ্গালুরুর মাটিতে বেঙ্গালুরুকে হারিয়ে আই লিগ চ্যাম্পিয়নশিপের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। এআইএফএফ-এর নির্বাসনের কোপে নেই অর্ণব মণ্ডল।দলে ফিরেও বে়্চে বসতে হচ্ছে দীপক মণ্ডলকে। বেঙ্গালুরুতেও নেই দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার জন জনসন। এমন অবস্থায় লড়াই সমানে সমানে। তবে অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গলকে লড়তে হবে সমর্থকদের সঙ্গেও। ক্রিকেটের আবহে বেঙ্গালুরুতে এই মুহূর্তে অবশ্য উত্তাপ ছড়াচ্ছে ফুটবলই। আই লিগ চ্যাম্পিয়নশিপে আজকের ম্যাচেই লেখা হয়ে যেতে পারে দলের ভাগ্য।

আরও খবর

কোন পথে চ্যাম্পিয়ন হতে পারে ইস্টবেঙ্গল, মোহনবাগান

East Bengal Bengaluru FC I League Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy