আই লিগ আর আইএসএল একটি লিগ হবে কী না সে নিয়ে এখনও সংশয় রয়েছে। আই লিগ ক্লাবগুলো বেঁকে বসে রয়েছে। অন্য দিকে দুই লিগকে মেলাতে হলে বাঁধ সাধবে ভেন্যু। এক ভেন্যু থেকে তা হলে খেলতে দেখা যাবে একাধিক টিমকে। তাতে আবার আপত্তি আইএসএল দলগুলোর। এর মধ্যেও দুই লিগ মিলে যাওয়ার পক্ষে ভারতীয় ফুটবলের আইকল ভাইচুং ভুটিয়া। রবিবার দীর্ঘ লিগের পক্ষেই সওয়াল করলেন তিনি। তাঁর মতে, প্লেয়ারদের জন্য সেটা অনেক ভাল সিদ্ধান্ত হবে। তিনি বলেন, ‘‘আমরা ফুটবলারদের দিক থেকে ভাবছি। এমন হলে অনেক প্লেয়ার খেলার সুযোগ পাবে। আমাদের কাছে যদি ২০টি দল থাকে দুই লিগ মিলে যাওয়ার পর তা হলে আমরা সব থেকে বেশি খুশি হব। এটা হবে কী না আমি সেটা অবশ্য আলাদা প্রশ্ন।’’
আরও খবর: বোমাতঙ্কে আহত প্রায় হাজার য়ুভেন্তাস সমর্থক
ভাইচুংয়ের মতে, আই লিগ আর আইএসএল যদি নাও মেলে তা হলেও দুই লিগ মিলে সাত মাসের টানা লিগের পক্ষে তিনি। আসন্ন এএফসি মিটিংয়েও দীর্ঘ লিগের দাবিই জানাবেন তিনি। সঙ্গে ভারতীয় ফুটবলে পর্যাপ্ত টাকার অভাবের কথাও বলেছেন। তিনি বলেন, ‘‘আই লিগের পিছনে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন অনেক টাকা খরচ করে কিন্তু তেমনভাবে সেটা থেকে টাকা আসে না। প্লেয়াররা যে ক্লাবের সম্পদ সেটা বোঝাতে হবে।’’ ৭ জুন এএফসি-এআইএফএফ মিটিংয়ের দিকেই তাকিয়ে এখন ভাইচুং ভুটিয়া।