Advertisement
E-Paper

শ্রীলঙ্কায় রিজার্ভ বেঞ্চ দেখে নিতে চায় ভারত

বি. অরুণ বলেছেন, ‘‘শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেই তরুণ পেসারদের শক্তি যাচাই করে নেওয়ার বড় সুযোগ। প্রত্যেকটি ফর্ম্যাটের জন্য তৈরি ভুবি ও বুমরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৮ ০১:১৮

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় পেসারদের পারফরম্যান্স মুগ্ধ করেছে বিশ্বের ক্রিকেটমহলকে। তিনটি ফর্ম্যাটেই বল হাতে দাপট দেখিয়েছেন যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার-রা। ভারতীয় উপমহাদেশের বাইরে বোলারদের উন্নত পারফরম্যান্সের নেপথ্যে ছিলেন দলের বোলিং কোচ— বি. অরুণ। ২০১৯ বিশ্বকাপের আগে দলের রিজার্ভ বেঞ্চকে পোক্ত করে তোলাই এখন তাঁর প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা উড়ে যাচ্ছে ভারতীয় দল।

বি. অরুণ বলেছেন, ‘‘শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেই তরুণ পেসারদের শক্তি যাচাই করে নেওয়ার বড় সুযোগ। প্রত্যেকটি ফর্ম্যাটের জন্য তৈরি ভুবি ও বুমরা। কিন্তু এ বার মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর ও জয়দেব উনাদকাট-কে দেখে নেওয়ার পালা। শ্রীলঙ্কায় ওদের কাছেও নিজেদের প্রমাণ করার বড় সুযোগ রয়েছে।’’ সঙ্গে আরও যোগ করেন, ‘‘সামনে আমাদের অনেক বড় মরসুম। কোনও বোলারের চোট লাগলে যেন তাঁর পরিবর্ত নিয়ে ভাবতে না হয়।’’

টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভাল পারফর্ম করে চলেছেন জয়দেব উনাদকাট। ওয়ান ডের জন্যও কি তাঁকে তৈরি করা যেতে পারে? বি. অরুণ বলেছেন, ‘‘এই পর্যায়ে প্রত্যেক ক্রিকেটারই তৈরি। তবে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াই আসল। ও (উনাদকাট) যদি ওয়ান ডের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে তা হলে কোনও সমস্যা হওয়ার কথা নয়।’’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ভারতীয় বোলারদের পারফরম্যান্সই দলের বোলিং কোচের স্বস্তির কারণ। বিপক্ষের ২০টি উইকেট ফেলে দেওয়ার ক্ষমতা রাখেন ভারতীয় বোলার-রা। তবে টেস্টে এ বি-দের আটকে দেওয়ার স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে চাইলে বি. অরুণ বলেছেন, ‘‘বোলারদের বলা হয়েছিল ড্রাইভ মারার বল বেশি দেওয়া চলবে না। পাশাপাশি ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে দু’দিকে বল সুইং করানোর ক্ষমতা রাখে ভুবি।’’ সঙ্গে যোগ করেন, ‘‘পাশাপাশি কোচ রবি শাস্ত্রীও বোলারদের বলেছিল যে, এমন ভাবে দক্ষিণ আফ্রিকায় খেলতে হবে, যেন মনে হয় ঘরের মাঠে খেলছি। সেটাই বোলারদের কাজে দিয়েছে।’’

ইংল্যান্ডের পরিবেশে যশপ্রীত বুমরার সাফল্য নিয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি মাইকেল হোল্ডিং। তবে বি. অরুণ মনে করেন যে, কোনও ক্রিকেটারের বিষয়ে এ ভাবে মন্তব্য করা উচিত নয়। তিনি বলেছেন, ‘‘ইংল্যান্ডে খেলার আগেই ওর (বুমরা) বিষয়ে এ ধরনের মন্তব্য আশা করা যায় না। আমি মনে করি, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা বুমরারও আছে।’’

reserve bench Bharat Arun Indian Cricket Team Sri Lanka Tri Series Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy