পিঠের চোট সারিয়ে উঠতে পারলেন না জাতীয় দলের পেসার ভুবনেশ্বর কুমার। ফলে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ দুই টেস্টের জন্যও বিবেচিত হবেন না তিনি। যা বিরাট কোহালির দলের কাছে ব়ড় ধাক্কা হয়ে উঠছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে চলতি সিরিজের প্রথম তিন টেস্টের দল ঘোষণা করা হয়েছিল। জাতীয় নির্বাচকরা আশা করছিলেন যে ভুবি হয়তো শেষ দুই টেস্টের জন্য ফিট হয়ে উঠবেন। কিন্তু, তা হচ্ছে না। ভুবি সুস্থ হয়ে উঠতে পারেননি। ফলে, পেসার শার্দুল ঠাকুর শেষ দুই টেস্টের দলে নিজের জায়গা ধরে রাখবেন বলে মনে করা হচ্ছে।
শনিবার থেকে ট্রেন্টব্রিজে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট। প্রথম দুই টেস্টেই হেরেছে ভারত। জো রুটের দল যদি এই টেস্টে জিতে যায়, তবে সিরিজও পকেটে পুরে ফেলবে। আক্ষেপের হল, লর্ডসে জেমস অ্যান্ডারসন বাহিনী যে ভাবে সুইং করিয়েছেন, তাতে ভুবির অনুপস্থিতি অনুভূত হয়েছে। কারণ, ভারতীয় দলে সেরা সিমার তিনিই। চোটের জন্য তাঁর এই সিরিজে খেলতে না পারা ভারতীয় বোলিংয়ের তীক্ষ্ণতা অনেকটাই কমিয়েছে। লর্ডসে যেমন ভারত দুই বিশেষজ্ঞ পেসার খেলিয়ে সমস্যায় পড়েছিল। প্রধান কোচ রবি শাস্ত্রী পরে মেনেও নেন যে দুই স্পিনার খেলানো উচিত হয়নি দ্বিতীয় টেস্টে।