১৯৯৮ সালে মলাইকা-আরবাজ়ের বিয়ে হয়েছিল। সেই বিয়ে ভেঙে যায় ২০১৬ সালে। তাঁদের ২২ বছরের এক পুত্রও রয়েছে। বিবাহবিচ্ছেদ হলেও পুত্র আরহানের মা-বাবা হিসেবে জুড়ে রয়েছেন তাঁরা। সম্প্রতি মলাইকা জানিয়েছেন, সম্পর্ক সব সময়ে পরিকল্পনামতো এগোবে, তা হয় না। যদিও বিচ্ছেদের পর সমাজের ভীষণরকম প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। বিয়ের এত বছর পরে কেন বিচ্ছেদ! প্রশ্ন তোলে পরিবার। তবে মলাইকা জানান, বিচ্ছেদ নিয়ে কোনও আফসোস নেই তাঁর।
আরবাজ় ও মলাইকা দু’জনেই সম্পর্ক মেরামত করে নিতে চেয়েছিলেন। সমস্যা মিটিয়ে নিয়ে ফের একসঙ্গে চলার কথা ভেবেওছিলেন। কিন্তু শেষে দু’জনেই বুঝতে পারেন, এই সম্পর্ক টেকার নয়। মলাইকা বলেছেন, ‘‘একটা সময়ের পরে আমরা দু’জনেই বুঝতে পারি, এই বিয়ে টিকবে না। অন্যকে খুশি করার আগে নিজেকে তো খুশি রাখতে হবে! আমি নিজেই তো সেই বিয়েতে সুখী ছিলাম না।’’
আরও পড়ুন:
এই সিদ্ধান্ত নেওয়ার পরে অনেকেই মলাইকাকে স্বার্থপর বলেছিলেন। কিন্ত তাতে কান দেননি অভিনেত্রী। নিজেকে ভাল রাখাই ছিল তাঁর প্রথম লক্ষ্য। তাই তিনি বলেছেন, ‘‘অন্যদের কাছে স্বার্থপর মনে হতে পারে। কিন্তু আমার যেটা ঠিক মনে হয়েছে, সেটাই করেছি। আমি মনে করেছিলাম, জীবনটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার। লোকে বলেছিল, শুধু নিজের সুখটাই দেখলাম। কিন্তু আমার খুশিতে থাকাটা যে দরকার।’’ পাশাপাশি মলাইকা এ-ও জানান, বিয়ে করেও দেখেছেন, সম্পর্কে থেকেও দেখেছেন। বিয়ে খারাপ জিনিস, সেটা বলছেন না। তবে বিয়ে তাঁর জন্য নয়। মলাইকার কথায়, ‘‘নিজের জীবন নিয়ে ভাল আছি। আমার মনে হয় বিয়েটা আমার জন্য নয়। যদি ফের কখনও হয় ভেবে দেখা যাবে।’’