স্পষ্টভাষী বলে নাকি দুর্নাম তাঁর? মলাইকা অরোরা তাতে অবশ্য দমেননি কখনও। সংসার, সন্তান, বিচ্ছেদ থেকে নতুন প্রেম— যখন যা চর্চায় উঠে এসেছে, অভিনেত্রী খোলামেলা সেই নিয়ে কথা বলেছেন। তেমনই আবার বললেন, নারী-পুরুষের লিঙ্গবৈষম্য নিয়ে।
নিজের জীবন নিয়ে তাঁকে কটাক্ষ কম সইতে হয়নি। সে সময়েও তাঁকে লিঙ্গবৈষম্যে ভুগতে হয়েছে। সে কথাই সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন ‘ছঁইয়া ছঁইয়া গার্ল’। মলাইকার কথায়, “প্রতি দিন আমার জীবন নিয়ে কাটাছেঁড়া চলে। কী করছি, কেন করছি— তাই নিয়ে প্রশ্নও ওঠে। এ দিকে, বিবাহবিচ্ছিন্ন কোনও পুরুষ দ্বিতীয় বার তাঁর অর্ধেকবয়সি কোনও নারীকে বিয়ে করলে পিঠ চাপড়ানো হয়। অথচ একই কাজ নারী করলে, ‘কেন করছ’ বা ‘এ রকম কাজ কি আদৌ করা উচিত’-এর মতো কথা বলতে থাকেন সবাই।”
আরও পড়ুন:
নাম না করলেও মলাইকা যে আরবাজ়কেই বিঁধেছেন, সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই বুঝেছেন সবাই। কারণ, যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতেই মন্তব্য করেছেন খান পরিবারের প্রাক্তন বধূ। যা দেখে এবং শুনে প্রশ্ন উঠেছে। আরবাজ়ের পাশে কি সুরাকে মেনে নিতে পারছেন না মলাইকা?
১৯ বছরের দাম্পত্য ভেঙে বেরিয়ে আসার পর আরবাজ় দ্বিতীয় বিয়ে করেছেন তাঁর অর্ধেকবয়সি সুরা খানকে। অথচ, অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে থাকার সময় লাগাতার কটাক্ষ সহ্য করতে হয়েছে মলাইকে।