Advertisement
E-Paper

জমি আঁকড়ে রয়েছেন ধনুষ, রণবীরের ‘ধুরন্ধর’-এর জন্য যেন খোলা ময়দান! শুক্রবার বড়পর্দা কার দখলে?

শুক্রবার কিছুটা প্রতিদ্বন্দ্বীহীন বাজারে নামতে চলেছে টিম ‘ধুরন্ধর’। যদিও গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত ধনুষ ও কৃতি সেনন অভিনীত ‘তেরে ইশ্ক মেঁ’ ছবির রিভিউ যেমন ভাল, তেমনই ঊর্ধ্বমুখী তাদের বক্স অফিস ফলাফল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৯
শুক্রবারে বক্স অফিস দখলের দৌড়ে এগিয়ে কোন তারকা?

শুক্রবারে বক্স অফিস দখলের দৌড়ে এগিয়ে কোন তারকা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।

৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে পাঁচটা ছবি। যার মধ্যে হিন্দি, বাংলা ছাড়াও রয়েছে মালয়ালম ছবি। বাকি দু’টি তামিল ও তেলুগু ছবি। এখনও পর্যন্ত সব থেকে বেশি চর্চায় রণবীর সিংহ অভিনীত ‘ধুরন্ধর’। ছবি নিয়ে বেশ কিছু বিতর্কও তৈরি হয়েছে। যদিও রণবীর অ্যাকশনের যে ঝলক দেখা গিয়েছে তাতে অপেক্ষায় প্রহর গুনছেন অনুরাগীরা। এই শুক্রবার কিছুটা প্রতিদ্বন্দ্বীহীন বাজারেই নামতে চলেছে টিম ‘ধুরন্ধর’। যদিও গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত ধনুষ ও কৃতি সেনন অভিনীত ‘তেরে ইশ্ক মেঁ’ ছবির রিভিউ যেমন ভাল, তেমনই ঊর্ধ্বমুখী তাদের বক্স অফিস ফলাফল। এই সপ্তাহে কোন কোন ছবি দেখতে পারেন রইল তালিকা।

ধুরন্ধর

আদিত্য ধর পরিচালিত ছবি এক গুপ্তচরের জীবন তুলে ধরেছে। বিজেপি-ঘনিষ্ঠ এই পরিচালক মূলত একপেশে প্রচারধর্মী ছবি করেন বলেই মত অনেকের। কিন্তু এই ছবিতে প্রচার ঝলক দেখে অনেকেই উৎসাহী। অগ্রিম টিকিট বুকিংয়ের দিকে নজর রাখলে দেখা যাবে, মোটের উপর সাড়ে চার কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি। কলকাতায় বেশ কিছু প্রেক্ষাগৃহে টিকিটের দাম ৫০০ টাকার উপর। রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন ও সারা অর্জুন। গত কয়েক বছরে রণবীরের কেরিয়ারে তেমন কোনও বড় হিট নেই। মাঝে শুধু মাত্র ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ভাল ফল করে বক্স অফিসে। যদিও সেটা রণবীরের একার কৃতিত্ব নয়, ভাগ রয়েছে আলিয়া ভট্ট, কর্ণ জোহরদেরও।

অখণ্ডা ২: তাণ্ডবম

বয়াপতি সিনু পরিচালিত এই ছবির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০২১ সালে। সেই সময় বক্স অফিসে সাড়া ফেলে দেয় এই ছবি। বিতর্কিত অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণ রয়েছেন মুক্তি চরিত্রে। এটি একজন যোগীর গল্প, যিনি একটি গ্রামের সুরক্ষার জন্য একজন দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীর বিরুদ্ধে লড়াই করেন। এ বার দ্বিতীয় পর্বে আগের বারের থেকেও কি বেশি অ্যাকশন থাকবে নন্দমুরির, সেটাই দেখার।

রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম

সুযোগ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় কমিক গল্প ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’-এর পাতা থেকে রাপ্পা রায় উঠে আসছেন বড়পর্দায়। গত মাসে একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পেলেও ডিসেম্বরের প্রথম শুক্রবারে মাত্র একটি বাংলা ছবি ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ মুক্তি পাচ্ছে। অভিনয় করেছেন রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, সৌরভ দাস, অলিভিয়া সরকার ও অর্পণ রায়। গুরুত্বপূর্ণ এক ভূমিকায় দেখা যাবে চান্দ্রেয়ী ঘোষ, সুজন নীল মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। যদিও প্রথমে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল সৌম্য মুখোপাধ্যায়ের। একমাস শুটিং করে বাদ পড়েন সৌম্য। সেই জায়গায় আসেন টেলিভিশনের জনপ্রিয় মুখ অর্পণ রায়। সেই অর্থে অর্পণের কাছে এটা বড় পরীক্ষা।

লকডাউন

ফিচারধর্মী ছবি হলেও এটি শুট করা হয়েছে তথ্যচিত্রের আদলে। ছবির নাম শুনেই বিষয়বস্তুর খানিকটা আন্দাজ করাই যাচ্ছে। ছবিতে একটি মাত্র চরিত্র। অভিনেত্রী অনুপমা পরমেশ্বরম। ছবির ট্রেলার ইতিমধ্যে ৪০ লক্ষ দর্শক দেখে ফেলেছেন, বড়পর্দায় কতটা দর্শক টানতে পারে সেটাই দেখার।

পোঙ্গালা

গত কয়েক বছর ধরেই গোটা ভারত জুড়ে মালয়ালম ছবির প্রচার বেড়েছে। সেখানকার গল্প মনে ধরেছে দর্শকের। স্বল্প বাজেটের ছবি। তবে গভীরে গিয়ে নাড়া দিয়েছে ছবির চিত্রনাট্য। শুক্রবার মুক্তি পাচ্ছে ‘পোঙ্গালা’।

Dhurandhar Ranveer Singh Rappa Roy O Foolstop Dot Com Dhanush Bengali Movies
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy