Advertisement
২৭ এপ্রিল ২০২৪

দীপাকে বিদেশে ট্রেনিং দিতে চান কোচ বিশ্বেশ্বর

মন্ট্রিয়লে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে দীপা কর্মকারকে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী। তাঁর প্রথম লক্ষ্য রাশিয়া যাওয়া। সেখানে না হলে ফ্রান্স বা মার্কিন যুক্তরাষ্ট্র।

দীপা: নতুন চ্যালেঞ্জের প্রস্তুতি।

দীপা: নতুন চ্যালেঞ্জের প্রস্তুতি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৪২
Share: Save:

মন্ট্রিয়লে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে দীপা কর্মকারকে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী। তাঁর প্রথম লক্ষ্য রাশিয়া যাওয়া। সেখানে না হলে ফ্রান্স বা মার্কিন যুক্তরাষ্ট্র। পরিকল্পনা নিয়ে সাইয়ের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন দ্রোণাচার্য।

মন্ট্রিয়লে চ্যাম্পিয়নশিপ অক্টোবরের শুরুতে। রিও-তে অল্পের জন্য পদক হাতছাড়া হওয়ার পরে বিশ্ব মঞ্চ থেকে পদক জেতাকে পাখির চোখ করেছেন ভারতীয় জিমন্যাস্টিক্সে ইতিহাস সৃষ্টি করা দীপা। দিল্লি থেকে ফোনে রবিবার দীপার কোচ বললেন, ‘‘সামনে এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে। তার পর বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সাইয়ে এখন দীপা অনুশীলন করছে জাতীয় শিবিরে। কিন্তু আধুনিকতম পরিকাঠামোয় অনুশীলন করার জন্য ওকে বিদেশে নিয়ে যেতে চাই।’’

ছোটবেলা থেকে দীপার মেন্টর এবং কোচ বলে দিলেন, ‘‘আমার প্রথম পছন্দ রাশিয়া। ওখানে সেরা জিমন্যাস্টরা তৈরি হয়। না হলে আরও দু’টো দেশের কথা ভেবে রেখেছি। ফ্রেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে এ ব্যাপারে সাই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’’

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া দীপাকে নিয়ে কতটা ভাবছেন তা বোঝা গিয়েছে একটি ঘটনায়। আজ, সোমবার সকালে রাজ্য সরকারের সংবর্ধনা নিতে কলকাতায় আসছেন দীপা এবং তাঁর কোচ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়শি রাজ্যের বঙ্গললনাকে সম্মান প্রদান করবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে। রাজ্য সরকারের আমন্ত্রণের চিঠি পাওয়ার পরে সাইয়ের কাছে কলকাতায় আসার অনুমতি নিতে গিয়েছিলেন দীপা এবং তাঁর কোচ। সাইয়ের পক্ষ থেকে ভারতীয় ক্রীড়াবিদকে জানিয়ে দেওয়া হয়, অনুশীলনে কোনও মতেই কামাই দেওয়া যাবে না। তাঁদের বলা হয়, সোমবার সংবর্ধনার জন্য ছুটি দেওয়া যেতে পারে, তবে তার জন্য রবিবার সূচি অনুযায়ী অনুশীলন করতে হবে। বাধ্য হয়েই রবিবার অনুশীলন করতে হয় দীপাকে। সেই ফ্লোর থেকেই বিকেলে তাঁর কোচ বিশ্বেশ্বর বললেন, ‘‘এটা আমাদের খুব ভাল লেগেছে। কারণ সাই চাইছে দীপা বা শিবিরে থাকা বাকি জিমন্যাস্টরা যেন সিরিয়াস থাকে।’’ আর দীপা বললেন, ‘‘প্রচুর সংবর্ধনা আর নানা অনুষ্ঠানে আমাদের ডাকা হচ্ছে। কিন্তু কোনওটাতেই যাচ্ছি না। এটা রাজ্য সরকারের আমন্ত্রণ তাই কোচ স্যার রাজি হয়েছেন।’’ দীপা এবং তাঁর কোচ বলে দিলেন, ‘‘বিকেলেই দিল্লি ফিরে যাব। কারণ মঙ্গলবার সকালেই অনুশীলনে নামতে হবে। সে রকমই নির্দেশ সাইয়ের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dipa Karmakar Training Foreign Technology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE