শাসকদলের নেতাদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ঘিরে শোরগোল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। তৃণমূলের দাবি, ভাঙড়ের উত্তর কাশীপুর থানার কাঠালিয়ায় তাঁদের নেতাদের আক্রমণ করেছে আইএসএফ। যদিও ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে তারা। ঘটনার তদন্তে পুলিশ।
রবিবার সোনারপুরে তৃণমূল ছাত্র পরিষদের একটি জনসভা রয়েছে। তার প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার ভোগালি-১ অঞ্চল তৃণমূল সভাপতি আলিনুর মোল্লা-সহ কয়েক জন তৃণমূল নেতা কাঠালিয়া থেকে সোনারপুরে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় আইএসএফ কর্মী-সমর্থকেরা জড়ো হয়ে তাঁদের তাড়া করেন। তখন গুলিও ছোড়া হয় বলে অভিযোগ।
গন্ডগোলের খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে অভিযুক্তেরা পালিয়ে যান বলে দাবি তৃণমূলের। পরে তৃণমূলের কর্মী এবং সমর্থকেরা সেখানেই জমায়েত করেন। উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি। শেষমেশ পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়। তবে পুরো ঘটনার তদন্ত দাবি করেছে তৃণমূল।
অন্য দিকে, পুরো ঘটনাকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন আইএসএফ নেতা অহিদুল ইসলাম। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।