ভারতীয় শিবিরে বিভেদ তৈরির চেষ্টায় অস্ট্রেলিয়া। লক্ষ্য অবশ্যই অধিনায়ক বিরাট কোহালি। এর আগে ব্যাটিং করার সময় কোহালি নিয়ে মন্তব্য ছুড়ে দেওয়া হয়েছিল ওপেনার মুরলী বিজয়কে। দিয়েছিলেন অজি ক্যাপ্টেন টিম পেন। এ বার প্রাক্তন ক্রিকেটার মিচেল জনসন জানিয়ে দিলেন সুযোগ পেলে দুর্দান্ত অধিনায়ক হয়ে উঠবেন অজিঙ্ক রাহানে!
অস্ট্রেলিয়ার ক্রিকেট-দর্শনই হল মাঠের বাইরে বিপক্ষ অধিনায়ককে ক্রমাগত আক্রমণ করে যাওয়া। বা, ‘চিন মিউজিক’ শোনানো। যুক্তি হল, অধিনায়ককে টলিয়ে দিতে পারলে বাকি দলের মনোবল সহজেই ভেঙে পড়বে। অতীতে সৌরভ গঙ্গোপাধ্যায়ও এর শিকার হয়েছিলেন। এ বার তেমনই হচ্ছেন কোহালি। সিরিজের আগে থেকেই স্লেজিং, আচরণ নিয়ে তাঁকে চাপে রাখার চেষ্টা চলেছে। বিভেদের মন্ত্র সেই জন্যই উচ্চারিত হচ্ছে।
মুরলী বিজয়ের কাছে যেমন টিম পেন সরাসরি জানতে চেয়েছিলেন, কোহালিকে তিনি পছন্দ করেন কি না! এ বার কোহালিকে একহাত নিয়ে মিচেল জনসন ভারত অধিনায়ক হিসেবে নিজের পছন্দের কথা শোনালেন। বললেন, রাহানেকেই তিনি দেখতে চান অধিনায়ক হিসেবে। গত বছর ধরমশালায় বিরাটের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন রাহানে। এই মুহূর্তে তিনি ভারতের টেস্ট দলের সহ-অধিনায়কও।