Advertisement
৩০ এপ্রিল ২০২৪

কুলদীপের থেকে আরও অনেক কিছু পাব, মত বোলিং কোচ অরুণের

রবিবার কুলদীপের (৫-৯৯) দাপটে ফলো অনের মুখে পড়তে হয়েছে অস্ট্রেলিয়াকে।

মুগ্ধ: কুলদীপের বোলিংয়ের প্রশংসায় অরুণ। ফাইল চিত্র

মুগ্ধ: কুলদীপের বোলিংয়ের প্রশংসায় অরুণ। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ০৪:২২
Share: Save:

ইংল্যান্ড সফরে যে কুলদীপ যাদবকে দেখা গিয়েছে, তার চেয়ে অস্ট্রেলিয়ার এই কুলদীপ অনেক উন্নত। সিডনিতে চতুর্থ দিনের শেষে সাংবাদিক বৈঠকে এসে এ কথাই বলেছেন ভারতের বোলিং কোচ বি অরুণ।

রবিবার কুলদীপের (৫-৯৯) দাপটে ফলো অনের মুখে পড়তে হয়েছে অস্ট্রেলিয়াকে। এই চায়নাম্যান বোলারকে নিয়ে অরুণ দিনের শেষে বলেন, ‘‘কুলদীপের দক্ষতা প্রশ্নাতীত। সীমিত ওভারের ক্রিকেটে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ও। খুব সম্ভবত ওই ফর্ম্যাটের ক্রিকেটে কুলদীপই এক নম্বর বোলার। একেই চায়নাম্যান বোলার বিশ্ব ক্রিকেটে খুব কম পাওয়া যায়। তার ওপর ওর গুগলিটাও দারুণ।’’ অরুণ আরও বলেন, ‘‘কুলদীপ ক্রিজটা খুব ভাল কাজে লাগাতে পারে। ও রাউন্ড দ্য উইকেট, ওভার দ্য উইকেট, দু’দিক দিয়েই স্বচ্ছন্দে বল করতে পারে। আবার স্টাম্পের কাছ ঘেঁষে যেমন বল করতে পারে, তেমনই স্টাম্পের দূর থেকেও বল করতে পারে। ফলে ওর বোলিংয়ে যথেষ্ট বৈচিত্র আছে। কুলদীপের থেকে অনেক কিছু প্রত্যাশা করা

যেতে পারে।’’

ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে খেলার পরে দলের বাইরে থাকতে হয়েছিল কুলদীপকে। তার পরে সিডনিতে ফিরেই সফল। অরুণ বলছেন, ‘‘ইংল্যান্ডে সাফল্য পায়নি কুলদীপ। কিন্তু এখানে দারুণ বল করছে। এই টেস্টটা ওকে অনেক আত্মবিশ্বাস জোগাবে। একে স্পিনার, তার ওপর ওর বয়স অল্প। কুলদীপের মধ্যে কিন্তু এখনও অনেক খেলা আছে।’’ সিডনিতে দুই স্পিনার খেলানো নিয়ে অরুণ বলেন, ‘‘এর আগে আমরা সিডনিতে একটা প্র্যাক্টিস ম্যাচ খেলেছিলাম। একটা টি-টোয়েন্টি ম্যাচও খেলি। তাই আমাদের ধারণা ছিল, পিচটা কী রকম ব্যবহার করবে। আমরা জানতাম, এই সিরিজে কখনও যদি দুই স্পিনার খেলাতে হয়, তা হলে সেটা সিডনিতেই খেলাতে হবে।’’

এর আগে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়াকে ফলো-অন করায়নি ভারত। সিডনির সিদ্ধান্ত নিয়ে অরুণের মন্তব্য, ‘‘গত কাল যখন অস্ট্রেলিয়ার স্কোর পাঁচ উইকেটে ১৫০ হয়ে গিয়েছিল, তখনই আমরা ঠিক করে নিই, ফলো-অন করাব। তার ওপর আবহাওয়ার ব্যাপারটাও ছিল।’’

সিডনি টেস্ট শেষ হওয়ার আগেই অবশ্য ঠিক হয়ে গিয়েছে ভারত ঐতিহাসিক সিরিজ জিততে চলেছে অস্ট্রেলিয়ায়। যে সাফল্যের পিছনে বোলিং আক্রমণের কথা বলছেন অরুণ। বলেছেন, কী কৌশল তাঁরা নিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বিরুদ্ধে। ‘‘আমরা ঠিক করে নিয়েছিলাম, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের পুল আর কাট শট খেলতে দেব না। তার পরে নজর দিয়েছিলাম আমাদের শক্তির ওপর,’’ বলেছেন ভারতের বোলিং কোচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE