Advertisement
E-Paper

এক দিনে আসেনি কোহালিদের এই সাফল্য, মত সচিনের

সচিন আশা করছেন, কোহালির এই টেস্ট সিরিজ জয় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ০৩:৫৮
সচিন আশা করছেন, কোহালির এই টেস্ট সিরিজ জয় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। —ফাইল চিত্র।

সচিন আশা করছেন, কোহালির এই টেস্ট সিরিজ জয় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। —ফাইল চিত্র।

যে কোনও পরিবেশে, যে কোনও পরিস্থিতিতে এই ভারতীয় বোলিং বিপক্ষকে সমস্যায় ফেলে দিতে পারে। এই ধারণা স্বয়ং সচিন তেন্ডুলকরের। মুম্বইয়ে এক অনুষ্ঠানে এসে বুধবার সচিন বলেন, ‘‘আমি নিঃসন্দেহে বলতে পারি, আমাদের বোলিং আক্রমণ বিশ্বের যে কোনও পিচে, বিশ্বের যে কোনও জায়গার জন্য মানানসই। আমরা বিশ্বের যেখানে খুশি গিয়ে খেলতে পারি আর বিপক্ষকে চাপে ফেলতে পারি।’’

ভারতের পেস আক্রমণ নিয়ে সচিন বলেছেন, ‘‘পেসারদের থেকে দলের একটা চাহিদা থাকে। ঘনঘন যেন ওদের কাছ থেকে ভয়ঙ্কর স্পেলগুলো পাওয়া যায়। এ বার সেটা হয়েছে। আর শুধু নতুন বলেই নয়, পুরনো বলেও। দেখার ছিল, ধারাবাহিক ভাবে বোলাররা ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পেরেছে কি না। সেটা হয়েছে। এবং সেই দৃশ্য দেখাটা খুবই তৃপ্তিদায়ক।’’ পাশাপাশি সচিন মনে করিয়ে দিয়েছেন, ‘‘স্পিনারদের অবদানের কথাও ভুললে চলবে না। ওরাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।’’

ভারতের এই গতির ঝড়ে যখন বিশ্বক্রিকেটে আলোড়ন পড়ে গিয়েছে, তখন সচিন মনে করিয়ে দিয়েছেন এই বিপ্লব একদিনে হয়নি। ‘‘ট্রেনিং পরিকল্পনায় পরিবর্তন, খাদ্য তালিকায় বদল, যে কোনও সময় যে কোনও তথ্য হাতে পাওয়া— এ সব কিছুই রয়েছে ভারতের পেসারদের উত্থানের পিছনে। পাশাপাশি ক্রিকেটীয় পরিকাঠামোর কথাটা ভুললেও চলবে না।’’

তিনি যোগ করেন, ‘‘এ সব জিনিস কিন্তু একদিনে হয়নি। এটা একটা সময়সাপেক্ষ পদ্ধতি। তা ছাড়া আমাদের পেসাররা খুবই প্রতিভাবান। আপনার কাছে সব রকম পরিকাঠামো থাকতে পারে, অত্যাধুনিক জিম থাকতে পারে, কিন্তু তার সঙ্গে প্রতিভাও দরকার। আমাদের বোলাররা সত্যিই প্রতিভাবান।’’ একই সঙ্গে সচিনের সতর্কবাণী, ‘‘এই পারফরম্যান্স অবশ্যই খুশি হওয়ার মতো। তবে এতেই তৃপ্ত হয়ে পড়লে চলবে না। ক্রমশ উন্নতি করে যেতে হবে।’’

বোলারদের পাশাপাশি সচিনের মুখে শোনা গিয়েছে চেতেশ্বর পূজারার প্রশংসাও। সচিনের মন্তব্য, ‘‘পূজারা অসাধারণ খেলেছে। ও যে ভিতটা তৈরি করে দিয়েছিল, তার ওপর দাঁড়িয়ে অনেকে রান করেছে। সাফল্যের পিছনে যদি কোনও এক জনকে বাছতে হয়, তা হলে বোলারদের সঙ্গে আমি পূজারার নামই করব।’’

সচিন আশা করছেন, কোহালির এই টেস্ট সিরিজ জয় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, ‘‘আমার মনে আছে, যখন দশ বছরের ছিলাম, ভারত বিশ্বকাপ জিতেছিল। তখন ক্রিকেট ব্যাপারটা অত বুঝতাম না। কিন্তু ওই একটা মুহূর্ত থেকে আমার ক্রিকেট যাত্রা শুরু হয়। আশা করব, এই জয়ের পরে এ রকম অনেক যাত্রাই শুরু হয়েছে।’’

Cricket Cricketer Sachin Tendulkar Border-Gavaskar Trophy 2018
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy