Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২১ সেপ্টেম্বর ২০২১ ই-পেপার

ধোনি তো ওয়ানডে দলে ফিরছে! ঋষভকে স্লেজিং করলেন টিম পেন

নিজস্ব প্রতিবেদন
২৮ ডিসেম্বর ২০১৮ ১৪:৫০
শুক্রবার ঋষভকে স্লেজিং করতে দেখা গেল পেনকে।

শুক্রবার ঋষভকে স্লেজিং করতে দেখা গেল পেনকে।

পার্‌থে বর্ডার গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে বিরাট কোহালির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে সেই তাঁকেই দেখা গেল ভারতের নবীন উইকেটরক্ষক ঋষভ পন্থকে স্লেজিং করতে। যা ধরাও পড়ল সরাসরি সম্প্রচারের ভিডিয়োতে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জানুয়ারিতে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। তারপর নিউজিল্যান্ডে রয়েছে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ। ভারতের এই ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ঋষভ। দলে ফিরেছেন মহেন্দ্র সিংহ ধোনি। সেটা নিয়েই ঋষভকে বারবার খোঁচা দিচ্ছিলেন টিম পেন। বলছিলেন, বিগ ব্যাশ লিগে পন্থকে হোবার্ট হ্যারিকেন্সে খেলানোর কথা তাঁরা ভাবতেই পারেন।

প্রাথমিক ভাবে ঋষভ কোনও কথা বলেননি। উত্তর দেননি পেনকে। কিন্তু, রক্ষণাত্মক খেলতে খেলতে একবার ধৈর্য হারিয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে ফেলেছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান। অবশ্য ভারতের প্রথম ইনিংসেও পেন স্লেজিং করেছিলেন রোহিত শর্মাকে। বলেছিলেন, রোহিত যদি ছয় মারেন, তবে তিনি মুম্বই ইন্ডিয়ান্সকে সমর্থন জানাবেন। রোহিত অবশ্য কোনও উত্তর দেননি। তিনি ৬৩ রানে অপরাজিত ছিলেন। ঋষভও অপরাজিত রয়েছেন ভারতের দ্বিতীয় ইনিংসে। তবে তিনিও কম স্লেজিং করেননি চলতি সিরিজে। অ্যাডিলেডে প্রথম টেস্টে যেমন তিনি ছয় মারতে বলছিলেন মিচেল স্টার্ককে।

Advertisement
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আরও পড়ুন

More from My Kolkata
Advertisement