Advertisement
০৫ মে ২০২৪

সিডনিতে অস্ট্রেলিয়ার ভাবনায় দুই স্পিনার

অস্ট্রেলিয়ার আসল চ্যালেঞ্জ যে যশপ্রীত বুমরাকে সামলানো, তা নিয়ে কোনও সন্দেহ নেই সে দেশের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে। এমনই একজন, ব্র্যাড হজ বলেছেন, ‘‘বুমরা এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলীয় ক্রিকেটারদের কাছে। যে কোনও ব্যাটসম্যানকে জিজ্ঞেস করলেই তারা একটা কথাই বলবে। বিশ্ব ক্রিকেটের অন্যতম বিপজ্জনক বোলার হল বুমরা। ওকে খেলা সত্যিই কঠিন।’’ 

সিডনি টেস্টের প্রস্তুতিতে মঙ্গলবারই নেমে পড়লেন টিম পেনরা। ফাইল ছবি।

সিডনি টেস্টের প্রস্তুতিতে মঙ্গলবারই নেমে পড়লেন টিম পেনরা। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ০৩:৩৯
Share: Save:

সিরিজের শেষ টেস্টের প্রস্তুতিতে নেমে পড়ল অস্ট্রেলিয়া। তাদের প্রথম দলের সাত ক্রিকেটারকে দেখা গেল সিডনি ক্রিকেট মাঠের নেটে। যে তালিকায় রয়েছেন টিম পেন, নেথান লায়ন, উসমান খোয়াজা, অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, পিটার হ্যান্ডসকম্ব, মার্নাস লাবুশাগনে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, লেগস্পিনার লাবুশাগনে দীর্ঘসময় ধরে বল করে চলেছেন উসমান খোয়াজাকে। যা দেখে ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, সিডনিতে দুই স্পিনারে খেলার ভাবনা আছে অস্ট্রেলিয়ার।

আগের দিন অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্ন এবং রিকি পন্টিং সিডনি টেস্টের জন্য তাঁদের পছন্দের একাদশ বেছে দিয়েছিলেন। স্পিনার হিসেবে নেথান লায়নের সঙ্গে দু’জনের দলেই ছিলেন নবাগত লাবুশাগনে। যাঁর লেগস্পিন সিডনিতে কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।
তবে অস্ট্রেলিয়ার আসল চ্যালেঞ্জ যে যশপ্রীত বুমরাকে সামলানো, তা নিয়ে কোনও সন্দেহ নেই সে দেশের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে। এমনই একজন, ব্র্যাড হজ বলেছেন, ‘‘বুমরা এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলীয় ক্রিকেটারদের কাছে। যে কোনও ব্যাটসম্যানকে জিজ্ঞেস করলেই তারা একটা কথাই বলবে। বিশ্ব ক্রিকেটের অন্যতম বিপজ্জনক বোলার হল বুমরা। ওকে খেলা সত্যিই কঠিন।’’
পাশাপাশি চেতেশ্বর পূজারার কথাও বলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তাঁর মন্তব্য, ‘‘পার্‌থ টেস্টে অস্ট্রেলীয় ওপেনারদের জুটি আর মেলবোর্নে মায়াঙ্ক আগরওয়ালের দু’টো ইনিংস বাদ দিলে ওপেনাররা সব সময় চাপে পড়েছে। ভারতীয় ব্যাটিংয়ে তিন নম্বরে নেমে সেই চাপটা সামলে দিচ্ছে পূজারা।’’ হজ আরও বলেন, ‘‘লায়নকে দারুণ সামলেছে পূজারা। ও টি-টোয়েন্টি না খেলে ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি খেলেছে। নিজের ব্যাটিং নিয়ে অনেক পরিশ্রম করেছে। যার ফল পাচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Australia India Test Series
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE