Advertisement
E-Paper

সিডনিতে পূজারা নট আউট ১৩০, দিনের শেষে ৪ উইকেটে ভারত ৩০৩

চেতেশ্বর পূজারার অসাধারণ সেঞ্চুরির সুবাদে সিডনিতে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনে চার উইকেটে ৩০৩ রান তুলল ভারত। বড় রানের লক্ষ্যে এগোচ্ছে টিম ইন্ডিয়া।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ০৯:০৯
সেঞ্চুরির পর পূজারা। মেলবোর্নে বৃহস্পতিবার। ছবি: এএফপি।

সেঞ্চুরির পর পূজারা। মেলবোর্নে বৃহস্পতিবার। ছবি: এএফপি।

বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্টের প্রথম দিনে চেতেশ্বর পূজারার ব্যাটে চালকের আসনে ভারত। অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি। সিডনি টেস্টেও যা করলেন। যা নির্ভরতা দিল ভারতীয় ইনিংসকে। পূজারার কেরিয়ারের ১৮তম টেস্ট সেঞ্চুরি এল মিচেল স্টার্ককে ফাইন-লেগ বাউন্ডারিতে পাঠিয়ে। যা ছিল তাঁর ১৩তম চার। দিনের শেষে চার উইকেটে ৩০৩ রান তুলেছে ভারত। পূজারার (১৩০) সঙ্গী হনুমা বিহারী (৩৯)। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে দু’জনে ৭৫ রান যোগ করে ফেলেছেন। যা অবস্থা, তাতে প্রথম ইনিংসে বড় রানের লক্ষ্যেই এগোচ্ছে টিম ইন্ডিয়া।

চায়ের বিরতিতে দুই উইকেট হারিয়ে উঠেছিল ১৭৭ রান। ক্রিজে চেতেশ্বর পূজারাকে যথারীতি জমাট দেখাচ্ছিল। তিনি করে ফেলেছিলেন ৬১। সঙ্গে ছিলেন অধিনায়ক বিরাট কোহালি (২৩)। কিন্তু চায়ের বিরতির ঠিক পরেই ফিরলেন কোহালি। জশ হেজেলউডের বলে ফ্লিক করতে গিয়ে ক্যাচ দিলেন অজি অধিনায়ক ও উইকেটকিপার টিম পেনকে। তৃতীয় উইকেটে কোহালি-পূজারা যোগ করেছিলেন ৫৪ রান।

এর পর তৃতীয় উইকেটে অজিঙ্ক রাহানের সঙ্গে ৪৮ রান যোগ করেন পূজারা। মিচেল স্টার্কের ঠুকে দেওয়া ডেলিভারিতে খোঁচা দিয়ে ফেরেন রাহানে। তাঁর ক্যাচ নেন উইকেটকিপার পেন। ভারতের রান তখন তিন উইকেটে ২২৮। পূজারা ব্যাট করছিলেন ৯৪ রানে। তারপর জুটি বাঁধেন পূজারা-হনুমা। হনুমা রীতিমতো আগ্রাসী থাকায় রানের গতি কখনই আটকে থাকেনি। পূজারাও অসাধারণ ব্যাট করলেন দিনভর। দিনের শেষে ২৫০ বল খেলে ১৬ বাউন্ডারি মারলেন তিনি। ৫৮ বলের ইনিংসে হনুমা মারেন পাঁচ বাউন্ডারি।

আরও পড়ুন: ফের ব্যর্থ লোকেশ রাহুল, টুইটারে সমালোচনার ঝড়

আরও পড়ুন: সিডনিতে কোহালি-পেনদের হাতে কালো আর্ম-ব্যান্ড কেন জানেন?​

সিরিজে ২-১ এগিয়ে থাকা অবস্থায় শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক। দলে দু’টি পরিবর্তন আনা হয়েছিল। রোহিত শর্মার মেয়ে হওয়ায় দেশে ফিরে গিয়েছেন তিনি। তাই লোকেশ রাহুলকে নেওয়া হয়েছিল রোহিতের জায়গায়। বুধবার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে দিনভর ‘ড্রামা’-র পরেও টেস্ট শুরুর দিন সকালেও ফিটনেস টেস্টে পাস করতে পারলেন না এই অফ স্পিনার। প্রথম একাদশে তাই জায়গা হল না অশ্বিনের। দুই স্পিনার খেলানোর ভাবনাতেই ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রবীন্দ্র জাদেজার সঙ্গে তাই প্রথম একাদশে জায়গা করে নিলেন কুলদীপ যাদব।

তৃতীয় উইকেটের জুটিতে কোহালি-পূজারা যোগ করলেন ৫৪ রান। ছবি: এএফপি।

তবে লোকেশের খারাপ ফর্ম অব্যাহত রইল।মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন দীর্ঘ দিনের প্রিয় বন্ধু রাহুল। কিন্তু ব্যক্তিগত ৯ রানে হ্যাজেলউডের বলে শন মার্শের হাতে স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান রাহুল। দ্রুত প্রথম উইকেট হারালেও মেলবোর্নের মতোই সিডনিতে চেতেশ্বর পূজারা সঙ্গে জুটি গড়ে এগিয়ে চলেছিলেন মায়াঙ্ক। লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ছিল এক উইকেট হারিয়ে ৬৯। লাঞ্চের পর ৭৭ রানে আউট হলেন ময়াঙ্ক। টাইমিংয়ের ভুলে লং অনে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন এই ডান হাতি ওপেনার। দ্বিতীয় উইকেটে ১১৬ রানের পার্টনারশিপ গড়ল মায়াঙ্ক-পূজারা জুটি। লাঞ্চের আগে অবশ্য পূজারা-মায়াঙ্ক জুটিকে রীতিমতো পরীক্ষা দিতে হয় স্টার্ক-কামিন্সদের শর্ট বলের সামনে।

ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া দলও কালো ব্যান্ড পরে খেলতে নামল এই টেস্ট। প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার বিল ওয়াটসন প্রয়াত হয়েছেন। আর রমাকান্ত আচরেকরকে সম্মান জানাতে কালো ব্যান্ড পরেন কোহালিরা। অস্ট্রেলিয়ার প্রথম একাদশে এদিন দু’টি পরিবর্তন আনা হল। ওপেনার অ্যারন ফিঞ্চ খেলছেন না এই ম্যাচে। মার্কাস হ্যারিসের সঙ্গে ওপেন করার কথা উসমান খোয়াজার। অন্য দিকে মিচেল মার্শের বদলে দলে এসেছেন পিটার হ্যান্ডসকম্ব। সেই সঙ্গে দলে এসেছেন স্পিনার অলরাউন্ডার মার্নাস লাবুসচেঞ্জ।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

India India Test Series Cricket Cricketer Australia Mayanak Agarwal Cheteshwar Pujara Virat Kohli Sydney
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy