এফএ কাপে বড় ব্যবধানে জিতল দুই ম্যাঞ্চেস্টার। ফুলহ্যামের বিরুদ্ধে ম্যান সিটি জিতল ৪-০। অন্য ম্যাচে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৬-০ হারায় ট্র্যানমিয়ারকে। ড্র করল লিভারপুল।
রবিবার পেপ গুয়ার্দিওলার প্রশিক্ষণাধীন ম্যাঞ্চেস্টার সিটি আট মিনিটে ইলখাই গুন্দোয়ানের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায়। এগারো মিনিট পরেই বার্নার্দো সিলভার গোলে ব্যবধান বাড়ায় তারা। বিরতিতে ম্যাচের ফল ছিল ২-০। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ৭২ ও ৭৫ মিনিটে জোড়া গোল করে ৪-০ করেন তারকা গ্যাব্রিয়েল জেসুস।
অন্য দিকে, ট্র্যানমিয়ার রোভার্সের বিরুদ্ধে ম্যান ইউয়ের গোলদাতা হ্যারি ম্যাগুইরি, দিয়োগো দালোত, খেসে লিনগার্ড, ফিল জোন্স, অ্যান্থনি মার্শিয়াল ও মেসন গ্রিনউড।