সচিন তেন্ডুলকরের ১০০ সেঞ্চুরির রেকর্ড কে ভাঙবেন? অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার ব্র্যাড হগ বাজি ধরেছেন বিরাট কোহালির উপরেই।
আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের শতরানের সংখ্যা এখন ৭০। সচিন তেন্ডুলকরকে স্পর্শ করতেই তাঁর লাগবে আরও ৩০ সেঞ্চুরি। তবে এক দিনের ক্রিকেটে সচিনের থেকে খুব একটা পিছিয়ে তিনি নেই। সচিনের ৪৯ সেঞ্চুরি রয়েছে এই ফরম্যাটে। কোহালির রয়েছে ৪৩ শতরান। টেস্টে সচিনের ৫১ শতরানের থেকে কোহালির ২৭ সেঞ্চুরি অবশ্য অনেকটাই পিছনে।
আরও পড়ুন: বিরাট কোহালির বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ, তদন্তে বোর্ড