Advertisement
১৬ এপ্রিল ২০২৪

চাপেকোয়েনসে জার্সিতে হয়তো রোনাল্ডিনহো

লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের তাঁরা দুই সুপারস্টার ফুটবলার। একে অন্যের বিরুদ্ধে অনেক লড়াই লড়েছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৬ ০৩:২৭
Share: Save:

লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের তাঁরা দুই সুপারস্টার ফুটবলার। একে অন্যের বিরুদ্ধে অনেক লড়াই লড়েছেন। এ বার একটি মর্মান্তিক দুর্ঘটনা সম্ভবত মিলিয়ে দিতে চলেছে তাঁদের— ব্রাজিলের রোনাল্ডিনহো এবং আর্জেন্তিনার রিকেলমে।

চাপেকোয়েনসে ক্লাবের ফুটবলারদের শোচনীয় মৃত্যুর পরে এই দুই মহাতারকা ব্রাজিলের ক্লাবটির জার্সি গায়ে মাঠে নামতে পারেন।

বিমান দুর্ঘটনার পরে মাত্র তিন ফুটবলার রয়েছেন সবুজ জার্সি গায়ে মাঠে নামার জন্য। অকালমৃত্যু ঘটেছে টিমের ১৯ জনের। এ দিকে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ সিরিজের ক্রীড়াসূচি অনুযায়ী, ১১ ডিসেম্বর আটলেটিকো মিনেইরোর বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ রয়েছে চাপেকোয়েনসের। লিগে এটাই শেষ ম্যাচ দু’দলের। যদিও মিনেইরো কর্তারা ইতিমধ্যেই ম্যাচের পুরো পয়েন্ট চাপেকোয়নেসেকে দিয়ে দিতে বলেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনসকে, কিন্তু মিনেইরোর সেই প্রস্তাবকে ধন্যবাদ জানিয়েও তা মানতে রাজি নয় চাপেকোয়নসে। ১১ ডিসেম্বর মাঠে নামতে চায় তাঁরা। আর তার জন্য রোনাল্ডিনহো এবং রিকেলমেকে প্রস্তাব দেওয়া হয়েছে অবসর ভেঙে চাপেকোয়েনসের সবুজ জার্সি গায়ে আগামী তিন মরসুম খেলার জন্য।

এক জনপ্রিয় ব্রিটিশ ট্যাবলয়েডের দাবি, রোনাল্ডো এবং রিকেলমেকে সেই প্রস্তাব পাঠিয়েও দেওয়া হয়েছে। দু’জনেই নাকি এ পর্যন্ত সেই প্রস্তাবে সরকারি ভাবে সম্মতি না দিলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে শুরু করেছেন। ব্রাজিল ও আর্জেন্তিনার হয়ে এই দুই ফুটবলারেরই মিলিত ভাবে খেলা ম্যাচের সংখ্যা ১৪৭। আর্জেন্তিনার ক্লাব ফুটবলে আর্জেন্তিনোস জুনিয়র্সের হয়ে ২০১৪ সালে শেষ ম্যাচ খেলেছিলেন রিকেলমে। রোনাল্ডিনহো অবশ্য এখনও ক্লাব ফুটবলে খেলার মতো জায়গায় থাকলেও এই মুহূর্তে কোনও টিম নেই তাঁর কাছে। চলতি বছরে সাত ম্যাচের পর ফ্লুমিনেন্স তাঁকে রিলিজ করে দেওয়ার পর মার্কিন মুলুকে মেজর লিগ সকারে খেলার জন্য চিন্তাভাবনা শুরু করেছিলেন এগারো বছর আগে ফিফার বর্ষসেরা ফুটবলার। ব্রিটিশ মিডিয়ার দাবি, স্বদেশীয় ক্লাবের দুর্দিনে চাপেকোয়েনসের জার্সি গায়ে চড়াতে পারেন ব্রাজিল ও আর্জেন্তিনার এই দুই তারকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ronaldinho Chapecoense
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE