Advertisement
২০ এপ্রিল ২০২৪
Brazil

ব্রাজিলের দ্বিতীয় ডিভিশন লিগ চ্যাম্পিয়ন হল শাপেকোয়েন্সে

২০১৬ সালের বিমান দুর্ঘটনায় মোট ৭১ জন প্রয়াত হন। তিন ফুটবলারকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

ট্রফি নিয়ে উচ্ছ্বাস শাপেকোয়েন্সের।

ট্রফি নিয়ে উচ্ছ্বাস শাপেকোয়েন্সের। ছবি টুইটার

সংবাদ সংস্থা
রিয়ো ডি জেনেইরো শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৯:৪৫
Share: Save:

ব্রাজিলের দ্বিতীয় ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হল শাপেকোয়েন্সে। গোল পার্থক্যের বিচারে চ্যাম্পিয়ন হয় তারা। ২০১৬ সালেই কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় এই ক্লাবের ১৯ জন ফুটবলার প্রয়াত হয়েছিলেন। তার চার বছর পরই চ্যাম্পিয়ন হল তারা।

২০১৬ সালের এই বিমান দুর্ঘটনায় মোট ৭১ জন প্রয়াত হন। তিন ফুটবলারকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ২০১৯ সালে প্রথম ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে নেমে যায় শাপেকোয়েন্সে। তবে এবার শেষ মুহূর্তের পেনাল্টি গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হল তারা।

সেই দুর্ঘটনায় নিজের জীবন বাঁচাতে পারা শাপেকোয়েন্সে ফুটবলার নেতো বলেন, ‘‘আমি জানি না এই দলে থাকব কি না। তবে আমি এই ছবি সারাজীবন আমার কাছে রেখে দেব। যেমনটা আমি রেখেছিলাম ২০১৬ সালেও।’’

তিনি আরও বলেন, ‘‘অনেকেই ভেবেছিলেন ক্লাবটা বোধহয় বন্ধ হয়ে যাবে। আমি এই জয় প্রয়াত সকল ফুটবলারের পরিবারকে উৎসর্গ করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

football Brazil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE