Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টেকনিকে সামান্য গলদই ডোবাল

বিশ্বের সেরা দুই গোলকিপার। এক জন নায়ক, অন্য জন ট্র্যাজিক নায়ক। নাটকীয় টাইব্রেকারে কেমন দেখলেন দুই কিপারকে, জানাচ্ছেন ভাস্কর গঙ্গোপাধ্যায়বিশ্বের সেরা দুই গোলকিপার। এক জন নায়ক, অন্য জন ট্র্যাজিক নায়ক। নাটকীয় টাইব্রেকারে কেমন দেখলেন দুই কিপারকে, জানাচ্ছেন ভাস্কর গঙ্গোপাধ্যায়

হেক্টরের সেই গোল।

হেক্টরের সেই গোল।

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ০৩:৩৬
Share: Save:

জিয়ানলুইগি বুফন
অনুমানক্ষমতা ঠিক ছিল। অর্ধেক কিকে ঠিক দিকে লাফিয়েছিল। কিন্তু কিকগুলোর প্লেসমেন্ট দারুণ ছিল। আর অত সামনে দিয়ে মারছে মানে শক্তি থাকে কিকে। সঙ্গে যদি প্লেসমেন্ট ঠিক হয়, গোলকিপারের কিছু করার থাকে না।
কিকগুলো মাথার উপরের হাইটে ছিল। বুফন ঠিক দিকে ঝাঁপালেও বল মাথার উপরের উচ্চতায় থাকায় ওর কিছু করার ছিল না। যেমন ম্যাটস হুমেলস আর জেরোম বোয়াতেংয়ের কিক দু’টো।
হেক্টরের কিকটা কিন্তু বুফন থামাতে পারত। ঠিক দিকেই ঝাঁপিয়েছিল, বলটা পেয়েও গিয়েছিল। কিন্তু ঢুকে গেল বগলের তলা দিয়ে। আসলে বুফনের অনুমানটা ঠিক থাকলেও টেকনিকে সামান্য ভুল ছিল। সাধারণত এ সব ক্ষেত্রে মাটি ঘেঁষে শরীরটা ফেলতে হয়। তা হলে বল হাতে না লাগলেও শরীরের যে কোনও অংশে লেগে আটকে যেতে পারে। বুফনের শরীরটা সামান্য উপরে থাকায় বলটা হাতে লেগেও গোলে ঢুকে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gianluigi Buffon Technical Mistakes Euro 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE