Advertisement
E-Paper

‘ধোনির শান্ত মাথাটা নেব, বিরাটের নেব আগ্রাসন’

মহেন্দ্র সিংহ ধোনির শান্ত মগজটা নেবেন। বিরাট কোহলির থেকে নেবেন তাঁর নিয়ন্ত্রিত আগ্রাসন। রাহুল দ্রাবিড়ের মাঠে সব কিছুকে সহজ করে দেখার দর্শনটাও অতি পছন্দের। সম্ভব হলে ওটাও নেবেন। জিম্বাবোয়ে সফরের ফ্লাইট ধরার সময় ভারত অধিনায়ক অজিঙ্ক রাহানের ক্রিকেট-কিটে যেমন ব্যাট-প্যাড-গ্লাভস থাকবে, তেমন সম্ভবত এই তিন অধিনায়কের ক্যাপ্টেন্সি মন্ত্রও লাগেজে থাকবে! ‘‘এমএস ধোনির অধিনায়কত্বে খেলার সময় দেখেছি ও কী ভাবে মাঠে শান্ত থাকে। শান্ত ভাবে সব রকম পরিস্থিতি সামাল দেওয়ার অদ্ভুত একটা স্টাইল ধোনির আছে।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৫ ০৩:৫৭
নতুন অধিনায়কের ফিটনেস ট্রেনিং। মঙ্গলবার মুম্বইয়ে। ছবি: পিটিআই।

নতুন অধিনায়কের ফিটনেস ট্রেনিং। মঙ্গলবার মুম্বইয়ে। ছবি: পিটিআই।

মহেন্দ্র সিংহ ধোনির শান্ত মগজটা নেবেন।
বিরাট কোহলির থেকে নেবেন তাঁর নিয়ন্ত্রিত আগ্রাসন।
রাহুল দ্রাবিড়ের মাঠে সব কিছুকে সহজ করে দেখার দর্শনটাও অতি পছন্দের। সম্ভব হলে ওটাও নেবেন।
জিম্বাবোয়ে সফরের ফ্লাইট ধরার সময় ভারত অধিনায়ক অজিঙ্ক রাহানের ক্রিকেট-কিটে যেমন ব্যাট-প্যাড-গ্লাভস থাকবে, তেমন সম্ভবত এই তিন অধিনায়কের ক্যাপ্টেন্সি মন্ত্রও লাগেজে থাকবে!
‘‘এমএস ধোনির অধিনায়কত্বে খেলার সময় দেখেছি ও কী ভাবে মাঠে শান্ত থাকে। শান্ত ভাবে সব রকম পরিস্থিতি সামাল দেওয়ার অদ্ভুত একটা স্টাইল ধোনির আছে। আমি ওর এই গুণটা নিতে চাই। বিরাট কোহলির থেকে আবার নিতে চাইব ওর নিয়ন্ত্রিত আগ্রাসনকে। বিরাট ব্যাট করতে গেলে বা অধিনায়কত্ব করার সময়, ওর মধ্যে যেটা দেখা যায়। আবার রাহুল ভাই (দ্রাবিড়) মাঠে সব কিছুকে অত্যন্ত সহজ করে দেয়। রাজস্থান রয়্যালসে খেলার সময় ওটা দেখেছি। আমি এই তিন জনের থেকে এই তিনটে ব্যাপার নিতে চাই। আর চাই, যে কোনও দরকারে এঁদের পরামর্শ নিতে,’’ এক সাক্ষাৎকারে বলে দিয়েছেন রাহানে।

জিম্বাবোয়ে সফরে তাঁকে অধিনায়কত্ব দেওয়ার পর দেশের বিভিন্ন মহল থেকে প্রশংসা যেমন পাচ্ছেন রাহানে, তেমন বক্রোক্তিও জুটছে। সচিন তেন্ডুলকর, দিলীপ বেঙ্গসরকরা যেমন রাহানে নিয়ে আশাবাদে ডুবে, তেমন উল্টো দিকে কেউ কেউ আবার বলাবলি করছেন, যে ক্রিকেটার বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে টিমেই থাকল না, তাঁকে কী ভাবে অধিনায়ক করে দেওয়া হল? রাহানে কোনও বিতর্কতে না ঢুকে নিজের অধিনায়কত্বের দর্শনকে ব্যাখ্যা করেছেন। বুঝিয়েছেন, অধিনায়কত্বের কোন ব্র্যান্ড তাঁর থেকে জিম্বাবোয়ে সফরে পাওয়া যেতে চলেছে।

‘‘অধিনায়ক হলে অনেক কিছু নিয়ে ভাবতে হয়। বিভিন্ন পরিস্থিতি বিচার করে দেখতে হয়। প্রতিপক্ষকে নিয়ে চুলচেরা ভাবতে হয়। আমি বিশ্বাস রাখব নিজের ইন্সটিংক্টে। নিজের নেতৃত্ব দেওয়ার ধরণে,’’ বলে দিচ্চেন রাহানে। সঙ্গে যোগ করছেন, ‘‘প্রত্যেক প্লেয়ারের অধিনায়কত্বের ধরণ আলাদা হয়। আমি জুনিয়র পর্যায়ে যতটুকু যা অধিনায়কত্ব করেছি, সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব। অধিনায়ক রাহানের লক্ষ্য হবে, টিমে সবাইকে আত্মবিশ্বাস দেওয়া। আর সবার সঙ্গে থাকা। আমি সাপোর্ট স্টাফদের থেকে সাহায্য নেব। হরভজন সিংহের মতো অভিজ্ঞ ক্রিকেটারের থেকে সাহায্য নেব।’’

হালফিলে তাঁর ওয়ান ডে ব্যাটিং নিয়ে যে কথা হচ্ছে, জানেন রাহানে। কিন্তু সেটা যে তাঁর ক্রিকেট বা আসন্ন অধিনায়কত্বের উপর প্রভাব ফেলবে না, বুঝিয়ে দিচ্ছেন রাহানে। বলে দিচ্ছেন, ‘‘সবারই নিজের নিজের মতামত দেওয়ার অধিকার আছে। কিন্তু আমি শুধু নিজের খেলাটা নিয়ে ভাবতে চাই। জানি যদি ভাল করি, তা হলে এই খেলাটা আমাকে অনেক কিছু ফিরিয়ে দেবে। আমি বিশ্বাসী যে টেস্ট বা টি টোয়েন্টিতে যে সাফল্য আমি পাই, সেটা ওয়ান ডে-তেও পাব।’’

রাহানে নিয়ে সচিন তেন্ডুলকর

অজিঙ্কর কথা ভেবে খুব ভাল লাগছে আমার। ও বরাবরই খুব মনযোগী আর পরিশ্রমী ক্রিকেটার। ওর দায়বদ্ধতা সব সময় আমাকে মুগ্ধ করেছে। কোনও সন্দেহ নেই ও নিজের সেরাটা দেবে। ওকে নিয়ে গর্ব করার মতো অনেক সুযোগও দেবে। ওর জন্য অনেক শুভেচ্ছা থাকল।

captain ajinkya rahane rahane on dhoni kohli dhoni cool virat agression rahane captain india zimbabwe tour
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy