তিনি শুধু যে দেশের সেরা অধিনায়ক এমনটা নয়। তিনি ক্যাপ্টেন কুল। ভারতীয় ক্রিকেটের সফলতম অধিনায়ক। তিনি যে অনেকেরই প্রেরণা সেটাও জানা সবার। কিন্তু দেশের বাইরে, এমন কী ক্রিকেটের বাইরেও যে তিনি অনেক ক্রীড়াবিদের প্রেরণা হয়ে উঠেছেন সেটা কে জানত। দক্ষিণ আফ্রিকার অ্যাথলিট কাস্টার সেমেনিয়ার একটা টুইটেই সামনে এল সেই সত্য। ‘ধোনি’ সিনেমাটাই যে বদলে দিয়েছে তাঁর চিন্তা-ভাবনা। কী অবস্থান থেকে তাঁর উত্থান, কী ভাবে তিনি কঠিন পরিস্থিতির সঙ্গে ডিল করতেন সেটাই সব থেকে বেশি অনুপ্রাণিত করে বাকিদের। সঙ্গে ধোনির ক্রীড়া দর্শন। শুধু ভারত নয়, ভারতের বাইরেও যে এ ভাবেই প্রভাব বিস্তার করেছেন।
আরও খবর: আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাকালাম
@msdhoni i have just watched your film.. Inspiring story it is.. #msdhoniuntoldstory... Salute..
— Caster Semenya (@caster800m) May 3, 2017