Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Sports News

বিশ্বমানের গোল সতীর্থদের উৎসর্গ করলেন লোবো

জিতে অনেকটাই স্বস্তিতে কোচ খালিদ জামিল। ম্যাচ শেষে বলেন, ‘‘চাপটা কিছুটা কাটল। তবে সামনের ম্যাচগুলো আরও কঠিন। আমার ছেলেরা আজ ভাল ফুটবল খেলেছে। আমি ওদের খেলায় খুশি। এই ছন্দটা ধরে রাখতে হবে।’’

ম্যাচের সেরা হলেন আল আমনা।

ম্যাচের সেরা হলেন আল আমনা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৫৬
Share: Save:

কেভিন লোবোর দুরন্ত গোলে মিনার্ভাকে হারিয়ে আই লিগের খেতাবের লড়াই জমিয়ে দিল ইস্টবেঙ্গল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য রেখে খেলতে শুরু করে লালহলুদ। প্রথমার্ধের শেষে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে কাঙ্খিত গোল পায় খালিদ জামিলের ছেলেরা। গোল করে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি কেভিন লোবো । ম্যাচ শেষে বলেন, ‘‘এই গোল দলের সতীর্থদের উৎসর্গ করতে চাই। খারাপ সময়ে ওরা যেভাবে পাশে থেকেছে তার কোনও তুলনা হয় না। ফর্মে ফিরে ভাল লাগছে। ওরকম গোল আরও করতে চাই। কোচ আমার উপর বিশ্বাস রেখেছিলেন আর সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পেরে ভাল লাগছে।’’

সঙ্গে আরও জুড়ে দেন, ‘‘দল জিতেছে, তিন পয়েন্ট পেয়েছে, এতেই আমি খুশি। এখন আমাদের কাছে সব ম্যাচই ফাইনাল। গোকুলাম ম্যাচটা না জিতলে আজকের জয়টার কোনও মর্যাদা থাকবে না।’’ এর পরেই লোবো ফিরে গেলেন কিছুটা অতীতে। ‘‘একটা বছর চোটের জন্য খেলতে পারিনি। এ বছর গার্সিয়া যে ভাবে আমাকে সাহায্য করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। এই দলগত সংহতিটাই আমাদের দলের ইউএসপি।’’ লোবো আরও বলেন, ‘‘সমর্থকরা আরও একটু ধৈর্য্য ধরুণ। আমরা হতাশ করব না। এ ভাবেই আমাদের পাশে থাকুন।’’

জিতে অনেকটাই স্বস্তিতে কোচ খালিদ জামিল। ম্যাচ শেষে বলেন, ‘‘চাপটা কিছুটা কাটল। তবে সামনের ম্যাচগুলো আরও কঠিন। আমার ছেলেরা আজ ভাল ফুটবল খেলেছে। আমি ওদের খেলায় খুশি। এই ছন্দটা ধরে রাখতে হবে।’’ আমনা ও লোবোর খেলায় খুশি লাল-হলুদ কোচ। বলেন, ‘‘আমনাকে দুটো ম্যাচে মিস করেছি। ও পুরো দলের খেলাটা নিয়ন্ত্রণ করে। মাঠে ফিরেই দারুণ পরিশ্রম করল।’’ লোবো সম্পর্কে খালিদের মত, লোবোর মত ফুটবলার যে কোনও দলের কাছে সম্পদ।

আরও পড়ুন
কেভিন লোবোর দুরন্ত গোলে লিগ টপারের হার

যদিও একটা দীর্ঘ সময় লোবোকে প্রথম এগারোয় রাখেননি তিনি। সেই লোবোর স্কিল ও গতি আজও মিনার্ভাকে বেগ দিয়েছে। গোলটাও অনবদ্য। বিশ্বমানের। খালিদ মনে করেন, এ রকম গোল একটা গোটা দলকেও ভীষণ ভাবে উজ্জীবিত করে। পরের ম্যাচ গোকুলামের বিরুদ্ধে। কোচ মনে করিয়ে দিলেন, ‘‘ওরা মোহনবাগানকে কলকাতাতে হারিয়ে আমাদের বিরুদ্ধে মাঠে নামবে। তাই ওরাই সুবিধাজনক জায়গায় থেকে শুরু করবে। আমাদের আগে ওখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে।’’

ম্যাচের সেরা হয়ে আমনা বললেন, ‘‘অনেকদিন পর একটা দল হিসেবে আমরা খেললাম। মাঠে ফিরে নিজের সেরাটা দিতে পেরে ভাল লাগছে। এই জয়টা আমাদের সমর্থকদের জন্যও দরকার ছিল। এখনই অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করতে চাই না।পরের ম্যাচটা আরও কঠিন। আজকের মতন খেলতে পারলেই তিন পয়েন্ট আসবে। আমাদের দলেঅনেক প্রতিভা, শুধু মাঠে নেমে সেরাটা দিতে হবে।’’ দিনের শেষটা করলেন কাটসুমি। বলেন, ‘‘এই জয়টা খুব দরকার ছিল। দলের পরিবেশটাই বদলে যাবে এর ফলে। এই তিন পয়েন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। তবে সামনের লড়াইটা আরও কঠিন। দায়িত্বটা অনেক বেড়ে গেল।’’

তথ্য ও ছবি: ইস্টবেঙ্গল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE