Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আই লিগে গড়াপেটার অভিযোগ, তদন্তে সিবিআই

মিনার্ভা পঞ্জাব এবং ইস্টবেঙ্গল যখন খেতাবের লড়াইতে সমান তালে এগোচ্ছে তখনই মিনার্ভার মালিক রঞ্জিত বাজাজ অভিযোগ করেছিলেন, তাদের ফুটবলারদের নানা অর্থের টোপ দিয়ে গড়াপেটা করার জন্য প্রস্তাব দিচ্ছে জুয়াড়িরা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০১৮ ০৪:২৭
Share: Save:

আই লিগ গড়াপেটার তদন্ত হাতে নিল সি বি আই। ভারতীয় ফুটবলে যা কখনও হয়নি, সেটাই হচ্ছে এ বার।

মিনার্ভা পঞ্জাব এবং ইস্টবেঙ্গল যখন খেতাবের লড়াইতে সমান তালে এগোচ্ছে তখনই মিনার্ভার মালিক রঞ্জিত বাজাজ অভিযোগ করেছিলেন, তাদের ফুটবলারদের নানা অর্থের টোপ দিয়ে গড়াপেটা করার জন্য প্রস্তাব দিচ্ছে জুয়াড়িরা। ফেডারেশনকে উপযুক্ত প্রমাণ দিয়ে চিঠিও পাঠিয়েছিলেন রঞ্জিত। দু’বার একই অভিযোগ করেছিলেন আই লিগ চ্যাম্পিয়ন দলের প্রধান। ফেডারেশন তা প্রথমে পাঠায় দুর্নীতিদমন শাখার প্রধান জাভেদ সিরাজের কাছে। কিন্তু বুধবার দিল্লি থেকে ফোনে ফেডারেশন সচিব কুশল দাশ বলে দিলেন, ‘‘আমরা সিবিআইকে চিঠি দিয়েছিলাম এই বিষয়টি তদন্ত করে দেখার জন্য। ওরা তদন্তের দায়িত্বভার হাতে নিয়েছে। কাজ শুরু করেছে।’’ কোনও ফুটবলারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না জানতে চাইলে কুশলবাবু বলে দিলেন, ‘‘কাকে জেরা করা হবে সে তো সিবিআই ঠিক করবে।’’ কিন্তু মিনার্ভা সূত্রের খবর, যে সাত ফুটবলারকে জুয়াড়িরা প্রস্তাব দিয়েছিল তাদের নাম পেয়েছে সিবিআই। এঁরা হলেন, গিলসেন চেঞ্চো, কাসিম আইদারা, উইলিয়াম ওপোকু, শৌভিক দাশ, সুখদেব সিংহ, অভিষেক আম্বেকর ও রক্ষিত দাগার। এর মধ্যে কাসিম, সুখদেব ও রক্ষিত ইতিমধ্যেই লাল-হলুদের সঙ্গে চুক্তি করেছেন। সেই সই নিয়ে আবার শুরু হয়েছে বিতর্ক। বাজাজের নির্দিষ্ট অভিযোগ ছিল ইস্টবেঙ্গলের অ্যালভিটো ডি’কুনহা ও গোলকিপার কোচ আব্দুল সিদ্দিকির বিরুদ্ধে।

এ দিকে, ১ থেকে ১০ জুন নেহরু কাপের আদলে মুম্বইয়ে চার দেশীয় টুর্নামেন্ট হবে। সেখানে স্টিভন কনস্ট্যান্টাইনের ভারতীয় দল ছাড়াও খেলবে দক্ষিণ আফ্রিকা, চিনা তাইপে ও নিউজিল্যান্ড। এরই মধ্যে সুনীলের নাম পদ্মশ্রী পুরস্কারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাচ্ছে ফেডারেশন। ৯৭ ম্যাচে ৫৬ গোল করেছেন সুনীল। জাতীয় দলের জার্সিতে তিনিই সর্বোচ্চ গোলদাতা। ফেডারেশনের খবর, জেজে লালপেখলুয়া ও গুরপ্রীত সিংহ সাঁধুর নাম পাঠানো হচ্ছে অর্জুন পুরষ্কারের জন্য। ফেডারেশন সচিব এ দিন বললেন, ‘‘এ বছরও আই লিগ ও আইএসএল এক সঙ্গে হবে না। এ এফ সি কোনও নির্দেশ পাঠায়নি। প্রস্তাব হাতে পেলে কাজ শুরু করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

I League CBI Match Fixing Ranjit Bajaj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE