শুক্রবার মুম্বইয়ে পাঞ্জাবি গায়ক এপি ঢিল্লোঁর কনসার্ট ছিল। থিক থিক করছে দর্শক। জেন জ়িদের মধ্যে খুবই জনপ্রিয় এপি। দর্শকাসনে ছিলেন অভিনেত্রী তারা সুতারিয়ার প্রেমিক বীর পাহাড়িয়া। তাঁর হাত ধরেই ভিতরে ঢোকেন অভিনেত্রী। এর পরে মঞ্চে এপির সঙ্গে আমকাই ‘ঘনিষ্ঠ’। তারার গালে চুম্বন এপির। সামনে দাঁড়িয়ে থাকা বীর যেন হতবাক!
আরও পড়ুন:
সম্প্রতি তারার সঙ্গে একটি মিউজ়িক ভিডিয়োতে কাজ করেন এপি। ‘থোড়ি সি দারু’ শীর্ষক সেই অ্যালবামের রসায়ন মঞ্চে তুলে ধরতে চান এপী। আমন্ত্রণ জানান তারাকে। দিনকয়েক আগে গায়কের আরও এক অনুষ্ঠানেও হাজির ছিলেন তারা। সেখানেও মঞ্চে জমাটি রসায়ন ধরা পড়ে তাঁদের। দর্শকাসনে থাকা তারার প্রেমিক গোটাটা ক্যামেরাবন্দি করেন।
এ বার মুম্বইয়ের অনুষ্ঠানমঞ্চের একেবারে সামনেই দাঁড়িয়েছিলেন বীর। তখন মঞ্চে গানের ছন্দে একে অপরের চোখে প্রায় হারিয়ে গিয়েছেন তারা ও এপি। এমন সময়ে, তারার গালে চুমু দিয়ে বসেন গায়ক। সঙ্গে সঙ্গে চোখমুখের ধরন বদলে যায় বীরের। সমস্ত ক্যামেরা তাঁর দিকে তাক করা। বীরের মুখে যেন খানিক বিরক্তির ছাপ। নেটাগরিকদের কেউ কেউ এই ভিডিয়ো দেখে লেখেন, ‘‘ভাইয়ের চোখেমুখে টেনশনের ছাপ।’’ কেউ বলেন, ‘‘নিজের প্রেমিকের সামনে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা ঠিক নয়।’’ কেউ কেউ আবার গায়ককেও দোষারোপ করেছেন। যদিও শুক্রবার রাতের ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেননি এপি কিংবা তারা।