Advertisement
০৫ ডিসেম্বর ২০২২
karanataka

কয়েকশো বছরের প্রাচীন মোষ-দৌড় প্রত্যন্ত গ্রামের ঠিকা শ্রমিককে পৌঁছে দিল বিশ্বের দরবারে

তাঁর জগত থেকে কয়েক আলোকবর্ষ দূরে বাস করেন বোল্ট। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁর সঙ্গেই তুলনা হচ্ছে শ্রীনিবাসের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪০
Share: Save:
০১ ১৩
কাদাজল ছিটিয়ে ছুটছে জোড়ায় জোড়ায় মোষ। সঙ্গে তাদের মালিক। রুদ্ধশ্বাস দৌড়ের পরে অপেক্ষা করছে পুরস্কার। নিছক প্রতিযোগিতা নয়। এ হল সম্মানের লড়াই। এ সব দেখত আর ছেলেটা ভাবত, একদিন সে-ও দৌড়বে তার পোষ্যদের সঙ্গে।

কাদাজল ছিটিয়ে ছুটছে জোড়ায় জোড়ায় মোষ। সঙ্গে তাদের মালিক। রুদ্ধশ্বাস দৌড়ের পরে অপেক্ষা করছে পুরস্কার। নিছক প্রতিযোগিতা নয়। এ হল সম্মানের লড়াই। এ সব দেখত আর ছেলেটা ভাবত, একদিন সে-ও দৌড়বে তার পোষ্যদের সঙ্গে।

০২ ১৩
সে দিনের কিশোর আজ সুঠাম তরুণ। দৌড়নোর স্বপ্ন সফল হয়েছে কয়েক বছর আগেই। এ বার তার সঙ্গে এক অভাবনীয় বাস্তবও হাজির হল সামনে। এই দৌড়ের গতিতে ওই তরুণ নাকি টেক্কা দিয়েছেন বিশ্বের দ্রুততম মানুষ, উসেইন বোল্টকে!

সে দিনের কিশোর আজ সুঠাম তরুণ। দৌড়নোর স্বপ্ন সফল হয়েছে কয়েক বছর আগেই। এ বার তার সঙ্গে এক অভাবনীয় বাস্তবও হাজির হল সামনে। এই দৌড়ের গতিতে ওই তরুণ নাকি টেক্কা দিয়েছেন বিশ্বের দ্রুততম মানুষ, উসেইন বোল্টকে!

০৩ ১৩
শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারেননি শ্রীনিবাস গৌড়া। কর্নাটকের প্রত্যন্ত গ্রাম মুদাবিদরির ঠিকাশ্রমিক তিনি। কাজ করেন নির্মাণক্ষেত্রে। তাঁর জগত থেকে কয়েক আলোকবর্ষ দূরে বাস করেন বোল্ট। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁর সঙ্গেই তুলনা হচ্ছে শ্রীনিবাসের।

শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারেননি শ্রীনিবাস গৌড়া। কর্নাটকের প্রত্যন্ত গ্রাম মুদাবিদরির ঠিকাশ্রমিক তিনি। কাজ করেন নির্মাণক্ষেত্রে। তাঁর জগত থেকে কয়েক আলোকবর্ষ দূরে বাস করেন বোল্ট। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁর সঙ্গেই তুলনা হচ্ছে শ্রীনিবাসের।

০৪ ১৩
বৃহস্পতিবার কাম্বালা উৎসবে অংশ নিয়েছিলেন শ্রীনিবাস। পালিত মোষের সঙ্গে টানা ১৪২.৫ মিটার মাত্র ১৩.৬২ সেকেন্ডে পার করে ফেলেন শ্রীনিবাস। তাঁর গতি দেখে অবাক হয়ে যান দর্শকরা। সঙ্গে সঙ্গেই উসেইন বোল্টের সঙ্গে তাঁর গতির তুলনা করা শুরু হয়।

বৃহস্পতিবার কাম্বালা উৎসবে অংশ নিয়েছিলেন শ্রীনিবাস। পালিত মোষের সঙ্গে টানা ১৪২.৫ মিটার মাত্র ১৩.৬২ সেকেন্ডে পার করে ফেলেন শ্রীনিবাস। তাঁর গতি দেখে অবাক হয়ে যান দর্শকরা। সঙ্গে সঙ্গেই উসেইন বোল্টের সঙ্গে তাঁর গতির তুলনা করা শুরু হয়।

০৫ ১৩
উসেইন বোল্ট মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্ট সম্পূর্ণ করেছিলেন। এটাই এখনও পর্যন্ত ১০০ মিটার স্প্রিন্টের বিশ্বরেকর্ড। এর চেয়ে কম সময়ে কেউ তা সম্পূর্ণ করতে পারেননি। আর ওই ১০০ মিটার যেতে শ্রীনিবাস কত সময় নিয়েছেন? হিসাব কষে দেখা গিয়েছে, তা ৯.৫৫ সেকেন্ডে সম্পূর্ণ করে ফেলেছেন তিনি। অর্থাৎ বোল্টের থেকে ০.০৩ সেকেন্ড সময় কম নিয়েছেন।

উসেইন বোল্ট মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্ট সম্পূর্ণ করেছিলেন। এটাই এখনও পর্যন্ত ১০০ মিটার স্প্রিন্টের বিশ্বরেকর্ড। এর চেয়ে কম সময়ে কেউ তা সম্পূর্ণ করতে পারেননি। আর ওই ১০০ মিটার যেতে শ্রীনিবাস কত সময় নিয়েছেন? হিসাব কষে দেখা গিয়েছে, তা ৯.৫৫ সেকেন্ডে সম্পূর্ণ করে ফেলেছেন তিনি। অর্থাৎ বোল্টের থেকে ০.০৩ সেকেন্ড সময় কম নিয়েছেন।

০৬ ১৩
কিন্তু কী এই কাম্বালা? তামিলনাড়ুর জাল্লিকট্টুর মতো এটি একটি মেঠো উৎসব। নভেম্বর থেকে মার্চ মাস হল এই পার্বণের মরসুম। ফসল কাটার পরে যে ধানখেত পড়ে থাকে, সেখানেই জলকাদার মধ্যে চলে পোষ্য ও পালকের দৌড়।

কিন্তু কী এই কাম্বালা? তামিলনাড়ুর জাল্লিকট্টুর মতো এটি একটি মেঠো উৎসব। নভেম্বর থেকে মার্চ মাস হল এই পার্বণের মরসুম। ফসল কাটার পরে যে ধানখেত পড়ে থাকে, সেখানেই জলকাদার মধ্যে চলে পোষ্য ও পালকের দৌড়।

০৭ ১৩
দু’টি গৃহপালিত মোষকে একসঙ্গে বেঁধে তাদের সঙ্গে দৌড়ন মালিক। দক্ষিণ কর্নাটকের উপকূলীয় অংশে প্রধানত তুলু উপজাতিদের মধ্যে প্রচলিত এই খেলা খুব জনপ্রিয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া মোষদের সাজানো হয় রকমারি সাজে। তুলু ভাষায় ‘কাম্বালা’ কথার অর্থ জলকাদা ভর্তি জমি। সেখান থেকেই এর নামকরণ।

দু’টি গৃহপালিত মোষকে একসঙ্গে বেঁধে তাদের সঙ্গে দৌড়ন মালিক। দক্ষিণ কর্নাটকের উপকূলীয় অংশে প্রধানত তুলু উপজাতিদের মধ্যে প্রচলিত এই খেলা খুব জনপ্রিয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া মোষদের সাজানো হয় রকমারি সাজে। তুলু ভাষায় ‘কাম্বালা’ কথার অর্থ জলকাদা ভর্তি জমি। সেখান থেকেই এর নামকরণ।

০৮ ১৩
কয়েকশো বছর ধরে চলে আসা এই খেলার বিরুদ্ধে বহুবার সরব হয়েছেন পশুপ্রেমীরা। কারণ এই খেলায় মোষকে তাড়া দেওয়ার জন্য চাবুক দিয়ে আঘাত করা হয়। পশুদের উপরে নির্মম অত্যাচার করা হয় বলে এই উৎসব বন্ধ করার জন্য আদালতে আবেদন জানিয়েছিল পেটা। জাল্লিকট্টুর মতো এই খেলাও নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু পরে দু’টিকেই ছাড়পত্র দেয় আদালত।

কয়েকশো বছর ধরে চলে আসা এই খেলার বিরুদ্ধে বহুবার সরব হয়েছেন পশুপ্রেমীরা। কারণ এই খেলায় মোষকে তাড়া দেওয়ার জন্য চাবুক দিয়ে আঘাত করা হয়। পশুদের উপরে নির্মম অত্যাচার করা হয় বলে এই উৎসব বন্ধ করার জন্য আদালতে আবেদন জানিয়েছিল পেটা। জাল্লিকট্টুর মতো এই খেলাও নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু পরে দু’টিকেই ছাড়পত্র দেয় আদালত।

০৯ ১৩
উদ্যোক্তা এবং এই খেলার সমর্থকদের দাবি, এখন নির্মমতা অনেক কমে গিয়েছে। চাবুক যথাসম্ভব কম ব্যবহার করা হয়। নিতান্ত প্রয়োজন না পড়লে পোষ্যদের চাবুক না মারার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পশুপ্রেমীরা এখনও জাল্লিকট্টু এবং কাম্বালা— এই দুই রীতির বিরুদ্ধেই সরব।

উদ্যোক্তা এবং এই খেলার সমর্থকদের দাবি, এখন নির্মমতা অনেক কমে গিয়েছে। চাবুক যথাসম্ভব কম ব্যবহার করা হয়। নিতান্ত প্রয়োজন না পড়লে পোষ্যদের চাবুক না মারার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পশুপ্রেমীরা এখনও জাল্লিকট্টু এবং কাম্বালা— এই দুই রীতির বিরুদ্ধেই সরব।

১০ ১৩
শ্রীনিবাস গৌড়ার ক্ষেত্রে উদ্যোক্তাদের দাবি, এখনই যেন তাঁকে বোল্টের সঙ্গে তুলনা না করা হয়। কারণ দু’জনের দৌড়ের পরিবেশ, ধরন ও উদ্দেশ্য, সম্পূর্ণ আলাদা। তা ছাড়া, উসেইন বোল্টের দৌড়ের সময়-পরিমাপ যে পদ্ধতিতে করা হয়, তা অনেক বেশি নিখুঁত বলেও তাঁদের দাবি। কিন্তু সোশ্যাল মিডিয়া এত হিসেব বোঝে না। সেখানে উসেইন-শ্রীনিবাস তুলনা চলছেই।

শ্রীনিবাস গৌড়ার ক্ষেত্রে উদ্যোক্তাদের দাবি, এখনই যেন তাঁকে বোল্টের সঙ্গে তুলনা না করা হয়। কারণ দু’জনের দৌড়ের পরিবেশ, ধরন ও উদ্দেশ্য, সম্পূর্ণ আলাদা। তা ছাড়া, উসেইন বোল্টের দৌড়ের সময়-পরিমাপ যে পদ্ধতিতে করা হয়, তা অনেক বেশি নিখুঁত বলেও তাঁদের দাবি। কিন্তু সোশ্যাল মিডিয়া এত হিসেব বোঝে না। সেখানে উসেইন-শ্রীনিবাস তুলনা চলছেই।

১১ ১৩
সোশ্যাল মিডিয়ার দৌলতেই কর্নাটকের ২৮ বছরের যুবক শ্রীনিবাসের কথা কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর কাছ পৌঁছেছে। শনিবার টুইট করে তিনি জানিয়েছেন, “গৌড়াকে সাইয়ের সেরা কোচদের সামনে ট্রায়ালের জন্য ডাকা হয়েছে। ভারতের সমস্ত প্রতিভাকেই দেখে নেওয়া হবে। এই ব্যাপারে আমি নিশ্চিত করছি।” পরে তিনি জানান, গৌড়ার বেঙ্গালুরু সাই কেন্দ্রে আসার যাবতীয় ব্যবস্থা হয়ে গিয়েছে। সোমবারই তিনি সাই কেন্দ্রে এসে পৌঁছবেন।

সোশ্যাল মিডিয়ার দৌলতেই কর্নাটকের ২৮ বছরের যুবক শ্রীনিবাসের কথা কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর কাছ পৌঁছেছে। শনিবার টুইট করে তিনি জানিয়েছেন, “গৌড়াকে সাইয়ের সেরা কোচদের সামনে ট্রায়ালের জন্য ডাকা হয়েছে। ভারতের সমস্ত প্রতিভাকেই দেখে নেওয়া হবে। এই ব্যাপারে আমি নিশ্চিত করছি।” পরে তিনি জানান, গৌড়ার বেঙ্গালুরু সাই কেন্দ্রে আসার যাবতীয় ব্যবস্থা হয়ে গিয়েছে। সোমবারই তিনি সাই কেন্দ্রে এসে পৌঁছবেন।

১২ ১৩
শ্রীনিবাসের শারীরিক সক্ষমতার পরিচয় পেয়ে আনন্দ মাহিন্দ্রা টুইট করেন, ‘‘এই লোকটার শরীর দেখলেই বোঝা যায় অ্যাথলেটিক্সে অসম্ভব সব রেকর্ড গড়তে পারেন। কিরেন রিজিজু ওকে ১০০ মিটার স্প্রিন্টের জন্য ট্রেনিং দিন। অথবা কাম্বালাকে অলিম্পিক ইভেন্টে করা হোক।”

শ্রীনিবাসের শারীরিক সক্ষমতার পরিচয় পেয়ে আনন্দ মাহিন্দ্রা টুইট করেন, ‘‘এই লোকটার শরীর দেখলেই বোঝা যায় অ্যাথলেটিক্সে অসম্ভব সব রেকর্ড গড়তে পারেন। কিরেন রিজিজু ওকে ১০০ মিটার স্প্রিন্টের জন্য ট্রেনিং দিন। অথবা কাম্বালাকে অলিম্পিক ইভেন্টে করা হোক।”

১৩ ১৩
যাঁকে নিয়ে এত মাতামাতি, সেই শ্রীনিবাস নিজে বলছেন, ‘‘বোল্টের সঙ্গে অনেকে আমার তুলনা করছেন। বোল্ট বিশ্বচ্যাম্পিয়ন। আমি তো কেবল জলকাদার জমিতে দৌড়ই।’’ সেইসঙ্গে এও জানিয়েছেন, তিনি গত সাত বছর এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এ বারের অপ্রত্যাশিত ঘটনায় তিনি বিস্মিত। তবে শ্রীনিবাস গৌড়ার কথা পৌঁছেছে বিশ্বের দরবারেও। তাঁকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও। (ছবি: আর্কাইভ ও ফেসবুক)

যাঁকে নিয়ে এত মাতামাতি, সেই শ্রীনিবাস নিজে বলছেন, ‘‘বোল্টের সঙ্গে অনেকে আমার তুলনা করছেন। বোল্ট বিশ্বচ্যাম্পিয়ন। আমি তো কেবল জলকাদার জমিতে দৌড়ই।’’ সেইসঙ্গে এও জানিয়েছেন, তিনি গত সাত বছর এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এ বারের অপ্রত্যাশিত ঘটনায় তিনি বিস্মিত। তবে শ্রীনিবাস গৌড়ার কথা পৌঁছেছে বিশ্বের দরবারেও। তাঁকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও। (ছবি: আর্কাইভ ও ফেসবুক)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.