আর্থার কোসি যে দিন ‘জাগবেন’, সে দিন মহমেডান জিতবে!
আইভরি কোস্টের স্ট্রাইকার শনিবার বৃষ্টি এবং কাদার মাঠে জোড়া গোল করলেন এবং দুর্দান্ত খেললেন। জয়েও ফিরল সাদা কালো শিবির।
কলকাতা লিগে যে বারোটি দল খেলছে, তাদের মধ্যে এখনও পর্যন্ত অপরাজিত দীপেন্দু বিশ্বাসের দল। পয়েন্টের বিচারে এ দিন তারা ছুঁয়ে ফেলল শীর্ষে থাকা পিয়ারলেসকে। একটি ম্যাচ বেশি খেলে ছুঁয়ে ফেলল আলেসান্দ্রো মেনেন্দেসের দলকেও। টপকে গেল মোহনবাগানকেও। এবং সেটা দেখার পরে দলের টিডি দীপেন্দু বিশ্বাস বলে দিলেন, ‘‘খেতাবের লড়াইতে ঢুকে পড়লাম মনে হচ্ছে। হয়তো চ্যাম্পিয়ন হতে পারব না। কিন্তু আমাদের টিম লড়াই করবে। আমাদের আগামী দুটো ডার্বি খুব গুরুত্বপূর্ণ।’’