Advertisement
E-Paper

সব কিছুর জন্য বিরাটকেই কৃতিত্ব দিচ্ছেন যুজবেন্দ্র

২০১৯ বিশ্বকাপকে মাথায় রেখে নতুনদেরও দেখে নিতে চাইছেন বিরাট কোহালি। অশ্বিন, জাডেজা বিশ্রামে থাকায় তাই সেই জায়গা দেওয়া হয়েছে চাহাল ও কুলদীপ যাদবকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৭ ১৬:২০
যুজবেন্দ্র চাহাল। ছবি: রয়টার্স।

যুজবেন্দ্র চাহাল। ছবি: রয়টার্স।

একটুও সময় নষ্ট করতে চান না ২৭ বছরের যুজবেন্দ্র চাহাল। তাই শ্রীলঙ্কা সফর থেকে দিল্লির বাড়ি না ফিরে সরাসরি চলে গিয়েছিলেন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। কারন তার পরই অস্ট্রেলিয়া সিরিজ। তাই নিজেকে আরও ভাল মতো তৈরি করতেই বাড়ি না ফিরে চলে গিয়েছিলেন অ্যাকাডেমিতে। আর অস্ট্রেলিয়া সিরিজের আগে দলের সঙ্গে যোগ দিয়ে সেই কথাই জানালেন যুববেন্দ্র। বলনে, ‘‘নিজের ট্রেনিং করে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’’ কিন্তু তাঁর ভাগ্য পরিবর্তনের জন্য পুরো কৃতিত্বটাই তিনি দিচ্ছেন অধিনায়ক বিরাট কোহালিকে।

আরও পড়ুন

বাইরে গিয়ে ফিরে আসা সোজা নয়, বলে দিচ্ছেন উদ্বুদ্ধ রোহিত

ডেভিস কাপ দলে ব্রাত্য, তবু হাল ছাড়তে নারাজ ‘চিরতরুণ’ লি

গত জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রথম টি২০র আগে সব ফর্ম্যাটের ক্রিকেটের দায়িত্ব তুলে নেন বিরাট কোহালি। তার পর থেকেই তিনি চাহালের উপর ভরসা রাখতে শুরু করেন। আইপিএল-এর বেঙ্গালুরু দলেও তিন বছর ধরে বিরাটের নেতৃত্বে ক্রমশ উন্নতি করেছেন চাহাল। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চাহালসহ বেঙ্গালুরু দলের চারজন থাকায় কম জলঘোলাও হয়নি। চাহাল বলেন, ‘‘আগে শুধু মানুষ জানত চাহাল নামে কেউ একজন আছে। কিন্তু বিরাট আমার পরিচিতিটা নিশ্চিত করেছে। এখন আমাকে সবাই চেনে। সবাই আমাকে নিয়ে কথা বলছে। এটা আরসিবি-তে যাওয়ার পরেই হয়েছে। বিরাট আমার উপর আস্থা রেখেছে। আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে।’’

যুজবেন্দ্রকে বিরাট কোহালির শুভেচ্ছা।

লিমিটেড ওভারের ক্রিকেটে স্পিনারদের জায়গা খুব নিশ্চিত হয়ে ভারতীয় দলে। কারণ এই দলে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা। বিশ্ব ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে যাঁরা দীর্ঘদিন রাজত্ব করেছেন। যদিও সেটা টেস্ট ক্রিকেটে। কিন্তু ২০১৯ বিশ্বকাপকে মাথায় রেখে নতুনদেরও দেখে নিতে চাইছেন বিরাট কোহালি। অশ্বিন, জাডেজা বিশ্রামে থাকায় তাই সেই জায়গা দেওয়া হয়েছে চাহাল ও কুলদীপ যাদবকে। তাঁকে দলে রাখা নিয়ে যখন জলঘোলা হচ্ছে তখন চাহাল অবশ্য মনে করিয়ে দিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ রান দিয়ে ৬ উিকেটের স্পেলের পরও পর পর দুটো সিরিজে দলে জায়গা হয়নি তাঁর। চাহাল বলেন, ‘‘আমি জানি আমি নির্বাচক ও অধিনায়কের সুনজরে আছি। ওরা ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে আমাকে দক্ষিণ আফ্রিকা সফরের আগে বলে দিয়েছিল আমাকে নিয়ে ওদের কী পরিকল্পনা রয়েছে। তবে আমাকে সুযোগের অপেক্ষা করতে হত। কিন্তু সব থেকে ভাল দিক হল অধিনায়ক সব সময় আমাকে সমর্থন করে। আমার কটিন সময়েও আমার পাশে থাকে।’’

শাহিদ আফ্রিদি ও শেন ওয়ার্নের ভক্ত যুজবেন্দ্র চাহাল নিজের বোলিং নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরিক্ষার জায়গায় নেই। বলেন, ‘‘আমি সেটাই করছি এতদিন যেটা করে এসেছি। পরিস্থিতির উপর নির্ভর করে উইকেটের জন্য ঝাঁপাব আমি। আমি নিজের লাইন ধরে রেখে ব্যাটসম্যানদের রান নেওয়া আটকাতে পারি। কিন্তু অধৈর্য হলে চলবে না।’’

Cricket Cricketer Yuzvendra Chahal Virat Kohli যুজবেন্দ্র চাহাল বিরাট কোহালি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy