Advertisement
২০ এপ্রিল ২০২৪
Chain Singh

সুস্থ আছেন শুটার চেইন সিংহ, নামবেন অলিম্পিকে

অলিম্পিক শুরু হতে আর বাকি মাত্র ১২ দিন। তার আগে শুটার চেইন সিংহর অসুস্থতা বড় ধাক্কা হতে পারত ভারতের জন্য। কিন্তু স্বস্তির খবর হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন তিনি। এই মুহূর্তে সুইজারল্যান্ডের লসনে রয়েছেন তিনি। ওখানেই চলছিল তাঁর অলিম্পিকের প্রস্তুতি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৬ ১৯:২০
Share: Save:

অলিম্পিক শুরু হতে আর বাকি মাত্র ১২ দিন। তার আগে শুটার চেইন সিংহর অসুস্থতা বড় ধাক্কা হতে পারত ভারতের জন্য। কিন্তু স্বস্তির খবর হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন তিনি। এই মুহূর্তে সুইজারল্যান্ডের লসনে রয়েছেন তিনি। ওখানেই চলছিল তাঁর অলিম্পিকের প্রস্তুতি। তাঁর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপালেও ভর্তি হতে হয় তাঁকে। নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। তবে চিকিৎসার পর আপাতত অনেকটাই সুস্থ তিনি। ছেড়েও দেওয়া হবে হাসপাতাল থেকে। কয়েকদিনের মধ্যেই অনুশীলন শুরু করার কথা। ২৭ বছরের চেইন সিংহর হঠাৎই শ্বাস কষ্ট হতে শুরু করে। তার পরই তাঁকে শিবির থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সচিব রাজীব ভাটিয়া বলেন, ‘‘ওর নিউমোনিয়া হয়েছিল। কিন্তু এখন অনেকটাই সুস্থ। আজই হয়তো ওকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। অনুশীলনও শুরু করবে।’’

৫ আগস্ট থেকে রিও অলিম্পিক শুরু হবে। তাঁর আগে লসনে গগন নারাং ও অপূর্বী চান্দেলার সঙ্গে প্রস্তুতি শিবির করছিলেন তিনি। অলিম্পিকে চেইন সিংহ অংশ নেবেন ৫০ মিটার রাইফেল প্রন ও ৫০ মিটর ৩ পজিশনে। ২০১৪ ইনচিওন এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন চেইন সিংহ। ১ আগস্ট রিওর উদ্দেশে রওনা হবেন তিনি।

আরও খবর

নীরজের নজির! প্রথম ভারতীয় হিসাবে অ্যাথলেটিক্সে বিশ্ব রেকর্ড

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chain Singh Shooter rioolympics2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE