Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৪ ডিসেম্বর ২০২১ ই-পেপার

সুস্থ আছেন শুটার চেইন সিংহ, নামবেন অলিম্পিকে

সংবাদ সংস্থা
২৪ জুলাই ২০১৬ ১৯:২০

অলিম্পিক শুরু হতে আর বাকি মাত্র ১২ দিন। তার আগে শুটার চেইন সিংহর অসুস্থতা বড় ধাক্কা হতে পারত ভারতের জন্য। কিন্তু স্বস্তির খবর হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন তিনি। এই মুহূর্তে সুইজারল্যান্ডের লসনে রয়েছেন তিনি। ওখানেই চলছিল তাঁর অলিম্পিকের প্রস্তুতি। তাঁর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপালেও ভর্তি হতে হয় তাঁকে। নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। তবে চিকিৎসার পর আপাতত অনেকটাই সুস্থ তিনি। ছেড়েও দেওয়া হবে হাসপাতাল থেকে। কয়েকদিনের মধ্যেই অনুশীলন শুরু করার কথা। ২৭ বছরের চেইন সিংহর হঠাৎই শ্বাস কষ্ট হতে শুরু করে। তার পরই তাঁকে শিবির থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সচিব রাজীব ভাটিয়া বলেন, ‘‘ওর নিউমোনিয়া হয়েছিল। কিন্তু এখন অনেকটাই সুস্থ। আজই হয়তো ওকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। অনুশীলনও শুরু করবে।’’

৫ আগস্ট থেকে রিও অলিম্পিক শুরু হবে। তাঁর আগে লসনে গগন নারাং ও অপূর্বী চান্দেলার সঙ্গে প্রস্তুতি শিবির করছিলেন তিনি। অলিম্পিকে চেইন সিংহ অংশ নেবেন ৫০ মিটার রাইফেল প্রন ও ৫০ মিটর ৩ পজিশনে। ২০১৪ ইনচিওন এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন চেইন সিংহ। ১ আগস্ট রিওর উদ্দেশে রওনা হবেন তিনি।

আরও খবর

Advertisement

নীরজের নজির! প্রথম ভারতীয় হিসাবে অ্যাথলেটিক্সে বিশ্ব রেকর্ড

আরও পড়ুন

Advertisement