Advertisement
E-Paper

চ্যাম্পিয়ন্স ট্রফি: শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল কঠিন করে ফেলল ভারত

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার সামনে ৩২২ রানের লক্ষ্যমাত্রা রেখেছিলেন বিরাট কোহালিরা। কিন্তু ওভালে বৃহস্পতিবার ভারতীয় বোলাররা জ্বলে উঠতে ব্যর্থ হন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৭ ১৪:৫৫
ব্যাট করছেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধবন। ছবি: রয়টার্স।

ব্যাট করছেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধবন। ছবি: রয়টার্স।

ভারত: ৩২১/৬ (৫০ ওভার)

শ্রীলঙ্কা: ৩২২/৩ (৪৮.৪ ওভার)

সাত উইকেটে ভারতকে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার সামনে ৩২২ রানের লক্ষ্যমাত্রা রেখেছিলেন বিরাট কোহালিরা। কিন্তু ওভালে বৃহস্পতিবার ভারতীয় বোলাররা জ্বলে উঠতে ব্যর্থ হন। যে কারণে কোনও কাজেই লাগল না শিখর ধবনের সেঞ্চুরি সঙ্গে রোহিত ও ধোনির দুরন্ত ইনিংস। সেমিফাইনালে যেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সামনে এখন মরণ-বাঁচন লড়াই।

•দর্শনীয় স্ট্রেট ড্রাইভে উমেশকে বাউন্ডারিতে পাঠালেন অ্যঞ্জেল ম্যাথুজ

•৪৮ ওভারে শ্রীলঙ্কা ৩১৪/৩

•৪৭ ওভারে শ্রীলঙ্কা ৩০৯/৩

•চার, ওভারের প্রথম বলেই ভুবনেশ্বরকে চার মারলেন ম্যাথুজ

•৪৬ ওভারে শ্রীলঙ্কা ৩০১/৩

•৩০০ রানের গোণ্ডে পেরল শ্রীলঙ্কা

•ছয়, বুমরাহকে গ্যালারিতে ফেললেন গুনারত্নে

•৪৫ ওভারে শ্রীলঙ্কা ২৯০/৩

•চার, ভুবনেশ্বরক বাউন্ডারিতে পাঠালেন গুনারত্নে

•৪৪ ওভারে শ্রীলঙ্কা ২৭৯/৩

•চোট পেয়ে মাঠ ছাড়লেন কুশল পেরেরা, তাঁর জায়গায় মাঠে নামলেন গুনারত্নে

•৪৩ ওভারে শ্রীলঙ্কা ২৭১/৩

•দুরন্ত বোলিং ভুবনেশ্বর কুমারের।

•৪২ ওভারে শ্রীলঙ্কা ২৬৫/৩

•চার, উমেশের বলে চার মারলেন অ্যঞ্জেল ম্যাথুজ

•৪১ ওভারে শ্রীলঙ্কা ২৫৫/৩

•২৫০ রানের গোণ্ডি টপকাল শ্রীলঙ্কা

•৪০ ওভারে শ্রীলঙ্কা ২৪৭/৩

•চার, উমেশের বলকে বাউন্ডারিতে পাঠালেন শ্রীলঙ্কার অধিনায়ক

•৩৯ ওভারে শ্রীলঙ্কা ২৩৭/৩

•৩৮ ওভারে শ্রীলঙ্কা ২৩২/৩

•দুর্দান্ত ফিল্ডিং শিখর ধবনের। নিশ্চিত চার বাঁচালেন ধবন

•৩৭ ওভারে শ্রীলঙ্কা ২২৭/৩

•চার, পাণ্ড্যর প্রথম বলেই চার মারলেন অ্যঞ্জেল ম্যাথুজ

•৩৬ ওভারে শ্রীলঙ্কা ২১৬/৩

•চার, ওভারের প্রথম বলেই জাদাজেকে বাউন্ডারিতে পাঠালেন কুশল পেরেরা

•৩৫ ওভারে শ্রীলঙ্কা ২০৬/৩

•৩৪ ওভারে শ্রীলঙ্কা ২০৩/৩

•চার, পয়েন্টের উপর দিয়ে জাদেজাকে চার মারলেন কুশল পেরেরা

•৩৩ ওভার শ্রীলঙ্কা ১৯৬/৩

•আউট, ৮৯ রান করে রান আউট হলেন কুশল মেন্ডিস

•৩২ ওভারে শ্রীলঙ্কা ১৯৪/২

•আরও একটা ভাল ওভার ভারতের জন্য। মাত্র চার রান দিলেন অধিনায়ক কোহালি

•৩১ ওভারে শ্রীলঙ্কা ১৯০/২

•শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের প্রতি ওভারের মত এই ওভারেও চাপে রাখলেন কেদার যাদব

•৩০ ওভারে শ্রীলঙ্কা ১৮৪/২

•২৯ ওভারে শ্রীলঙ্কা ১৭৯/২

•চার, আবারও সেই কুশল মেন্ডিস। কেদার যাদবকে বাউন্ডারির বাইরে পাঠালেন তিনি

•২৮ ওভারে শ্রীলঙ্কা ১৭১/২

আউট। রান আউট হলেন গুণাথিলকা।

•২৭ ওভারে শ্রীলঙ্কা ১৬২/১

•দুরন্ত বোলিং কেদার যাদবের। মাত্র ৪ রান দিলেন তিনি

•২৬ ওভারে শ্রীলঙ্কা ১৫৮/১

•হার্দিকের ওভারে রানের বন্যা। মোট ১৫ রান তুললেন মেন্ডিসরা

•২৫ ওভারে শ্রীলঙ্কা ১৪৩/১

•২৪ ওভারে শ্রীলঙ্কা ১৪১/১

•ছয়, জাদেজাকে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকালেন মেন্ডিস

•২৩ ওভারে শ্রীলঙ্কা ১২৫/১

•নো বল করলেন বুমরাহ

•২২ ওভারে শ্রীলঙ্কা ১২০/১

•মিড উইকেটের উপর দিয়ে চার মারলেন মেন্ডিস

•২১ ওভারে শ্রীলঙ্কা ১১৩/১

•বুমরাহর বোলিংয়ে চাপে লঙ্কা বাহিনী

• ২০ ওভারে শ্রীলঙ্কা ১০৮/১।

• জাডেজাকে জোড়া বাউন্ডারি হাঁকালেন মেন্ডিস।

• ১৯ ওভারে শ্রীলঙ্কা ৯৮/১।

• ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করলেন গুনাথিলাকা।

• ১৮ ওভারে শ্রীলঙ্কা ৯০/১।

• এই ওভারে এল ১১ রান।

• ১৭ ওভারে শ্রীলঙ্কা ৮৭/১।

• ১৬ ওভারে শ্রীলঙ্কা ৭৬/১।

•১৫ ওভারে শ্রীলঙ্কা ৭০/১।

• মেন্ডিসের ক্যাচ ফেললেন পাণ্ড্য।

• ১৪ ওভারে শ্রীলঙ্কা ৭০/১।

• ১৩ ওভারে শ্রীলঙ্কা ৬২/১।

• ৫০ রানের পার্টনারশিপ করল শ্রীলঙ্কা।

• এই ওভার থেকে এল ৬ রান।

• ১২ ওভারে শ্রীলঙ্কা ৫৯/১।

• বুমরাহকে মেন্ডিসের বাউন্ডারি।

• ১১ ওভারে শ্রীলঙ্কা ৫৩/১।

• ভুবনেশ্বর কুমারকে মেন্ডিসের বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ৬ রান।

• ১০ ওভারে শ্রীলঙ্কা ৪৪/১।

• ৯ ওভারে শ্রীলঙ্কা ৩৮/১।

• এই ওভার থেকে এল ১২ রান।

• ৮ ওভারে শ্রীলঙ্কা ৩৪/১।

• যাদবের বলে গুনাথিলাকা ওভার বাউন্ডারি ও বাউন্ডারি হাঁকালেন।

• ৭ ওভারে শ্রীলঙ্কা ২২/১।

• ভারতের হয়ে বল করছেন ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব।

• এই ওভার থেকে এল ২ রান।

• ৬ ওভারে শ্রীলঙ্কা ১৭/১।

• ৫ ওভারে শ্রীলঙ্কা ১৫/১।

• দানুষ্কার সঙ্গে ব্যাট করতে এলেন কুশল মেন্ডিস।

• ভুবনেশ্বর কুমারের বলে জাডেজাকে ক্যাচ দিয়ে আউট হলেন ডিকওয়েলা। করলেন ৭ রান।

• আউট...

• ৪ ওভারে শ্রীলঙ্কা ১১/০।

• ৩ ওভারে শ্রীলঙ্কা ৭/০।

• ২ ওভারে শ্রীলঙ্কা ৪/০।

• ১ ওভারে শ্রীলঙ্কা ২/০।

• শ্রীলঙ্কার ব্যাটিং শুরু।

• ৫০ ওভারে ভারত ৩২১/৬।

• শেষ ওভারে ১৫ রান নিল ভারত।

• পেরেরাকে যাদবের ওভার বাউন্ডারি, জোড়া বাউন্ডারি।

• ব্যাট করতে এলেন রবীন্দ্র জাডেজা।

• এমএস ধোনি আউট। পেরেরার বলে চান্দিমালকে ক্যাচ দিয়ে ৬৩ রান করে ফিরলেন ধোনি।

• ৪৯ ওভারে ভারত ৩০৬/৫।

• ৪৮ ওভারে ভারত ২৯৭/৫।

• পেরেরাকে ধোনির ওভার বাউন্ডারি।

• ধোনির হাফ সেঞ্চুরি।

• ৪৭ ওভারে ভারত ২৮৯/৫।

• ব্যাট করতে এসেল কেদার যাদব।

• ৪৬ ওভারে ভারত ২৮০/৫।

• হার্দিক পাণ্ড্য আউট। ৯ রানের ফিরলেন তিনি।

• হাফ সেঞ্চুরির সামনে ধোনি।

• লাকমলকে হার্দিকের ওভার বাউন্ডারি।

• এমএস ধোনির সঙ্গে ব্যাট করতে এলেন হার্দিক পাণ্ড্য।

• ৪৫ বলে ভারত ২৭০/৪।

• ১২৮ বলে ১২৫ রান করে মালিঙ্গার বলে মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফিরলেন ধবন।

• শিখর ধবন আউট।

• ৪৪ ওভারে ভারত ২৬১/৩।

• লাকমলকে ধোনির বাউন্ডারি।

• ৪৩ ওভারে ভারত ২৫১/৩।

• ধবনের ক্যাচ ড্রপ।

• প্রদীপকে একই ওভারে একটি ওভার বাউন্ডারি ও জোড়া বাউন্ডারি হাঁকালেন ধবন ও ধোনি।

• ৪১ ওভারে ভারত ২২৭/৩।

• ৪০ ওভারে ভারত ২১৮/৩।

• ধবনের সেঞ্চুরি।

• ৩৯ ওভারে ভারত ২০৭/৩।

• শতরানের সামনে শিখর ধবন।

• ৩৮ ওভারে ভারত ২০০/৩।

• ২০০ রানের গণ্ডি পেড়ল ভারত।

• ৩৬ ওভারে ভারত ১৯১/৩।

• ৩৫ ওভারে ভারত ১৮৮/৩।

• ক্রিজে ধোনি। এসেই লাকমলকে ওভার বাউন্ডারি হাঁকালেন।

• ৩৪ ওভারে ভারত ১৭৯/৩।

• যুবরাজ সিংহ আউট। ৭ রান করে আউট হলেন গুনারত্নের বলে।

• যুবরাজ আউট। ১৮ বলে ৭ রান করেন তিনি।

• ব্যাট করছেন শিখর ধবন ও যুবরাজ সিংহ।

• ৩৩ ওভারে ভারত ১৭৮২।

• ৩২ ওভারে ভারত ১৭৪/২।

• এই ওভার থেকে এল মাত্র ১ রান।

• ৩১ ওভারে ভারত ১৭০/০।

• ৩০ ওভারে ভারত ১৬৯/২।

• ২৯ ওভারে ভারত ১৬৬/২।

• ২৮ ওভারে ভারত ১৬০/২।

• প্রদীপকে ধবনের জোডা় বাউন্ডারি।

• ২৭ ওভারে ভারত ১৪৮/২।

• মালিঙ্গাকে ধবনের বাউন্ডারি।

• এই ওভার থেকে এল মাত্র ১ রান। গেল ১ উইকেট।

• ২৬ ওভারে ভারত ১৩৯/২।

• ব্যাট করতে এলেন যুবরাজ সিংহ।

• প্রদীপের বলে ডিকওয়েলাকে ক্যাচ দিয়ে ফিরলেন বিরাট।

• কোনও রান না করেই আউট বিরাট কোহালি।

• এই ওভার থেকে এল ১১ রান।

• ২৫ ওভারে ভারত ১৩৮/১।

• শিখর ধবনের সঙ্গে ব্যাট করতে নামলেন বিরাট কোহালি।

• মালিঙ্গার বলে পেরেরাকে ক্যাচ দিয়ে ফিরলেন প্যাভেলিয়নে।

• আউট রোহিত শর্মা। ৭৯ বলে ৭৮ রানের ইনিংস খেললেন তিনি।

• শিখর ধবনের হাফ সেঞ্চুরি।

• হাফ সেঞ্চুরির পথে শিখর ধবন।

• ২৪ ওভারে ভারত ১২৭/০।

• অল্প বৃষ্টি শুরু হয়েছে।

• ২৩ ওভারে ভারত ১২৪/০।

• মালিঙ্গাকে রোহিতের বাউন্ডারি।

• ২২ ওভারে ভারত ১১৬/০।

• ২১ ওভারে ভারত ১১৪/০।

• ২০ ওভারে ভারত ১০৭/০।

• রোহিতের হাফ সেঞ্চুরি।

• রোহিত শর্মার জোড়া ওভার বাউন্ডারি।

• ম্যাচের প্রথম ওভার বাউন্ডারি।

• ১৯ ওভারে ভারত ৯৪/০।

• ১৮ ওভারে ভারত ৮৯/০।

• দুরন্ত ছন্দে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা (৪১) ও শিখর ধবন (৩৮)।

• এই ওভার থেকে এল ৭ রান।

• ১৭ ওভারে ভারত ৮৬/০।

• গুনাথিলাকাকে রোহিত শর্মার বাউন্ডারি।

• ১৬ ওভারে ভারত ৭৯/০।

• ১৫ ওভারে ভারত ৭৪/০।

• গুনাথিলাকাকে শিখর ধবনের বাউন্ডারি।

• ১৪ ওভারে ভারত ৬৮/০।

• ১৩ ওভারে ভারত ৬৩/০।

• এই ওভার থেকে এল ৮ রান।

• ১২ ওভারে ভারত ৫৯/০।

• এই ওভার থেকে এল ৩ রান।

• ১১ ওভারে ভারত ৫১/০।

• এই ওভার থেকে এল মাত্র ২ রান।

• ১০ ওভারে ভারত ৪৮/০।

• এই ওভার থেকে এল ১০ রান।

• ৯ ওভারে ভারত ৪৬/০।

• লাকমলকে রোহিত শর্মার এই ওভারে জোড়া বাউন্ডারি।

• এই এভার থেকে এল চার রান।

• ৮ ওভারে ভারত ৩৬/০।

• এই ওভার থেকে এল ৫ রান।

• ৭ ওভারে ভারত ৩২/০।

• ২০ রানে ব্যাট করছেন শিখর ধবন ও ৭ রানে রোহিত শর্মা।

• ৬ ওভারে ভারত ২৭/০।

• লাকমলকে ধবনের জোড়া বাউন্ডারি।

• ৫ ওভারে ভারত ১৭/০।

• পঞ্চম ওভারের শেষ বলে মালিঙ্গাকে বাউন্ডারি হাঁকালেন ধবন।

• মালিঙ্গার ইয়র্কার অল্পের জন্য অফ স্টাম্প মিস করল।

• ৪ ওভারে ভারত ১২/০।

• লাকমলের মেডেন ওভার।

• ৩ ওভারে ভারত ১২/০।

• এই ওভার থেকে এল মাত্র ২ রান।

• ২ ওভারে ভারত ১০/০।

• আবার দু’রান নিলেন ধবন।

• লাকমলকে বাউন্ডারি হাঁকালেন শিখর ধবন।

• ১ ওভারে ভারত ৪/০।

• প্রথম বলেই মালিঙ্গাকে বাউন্ডারি হাঁকালেন রোহিত।

• ওপেন করতে নামলেন রোহিত-ধবন।

• ব্যাট করতে নেমে পড়ল ভারত।

• খেলা শুরু।

জিতলে নিশ্চিত ভাবে শেষ চারে যাওয়ার সুযোগ। সামনে প্রথম ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে থাকা শ্রীলঙ্কা । ফর্মে থাকা অধিনায়ক থারাঙ্গাকে হারিয়ে আরও চাপে পড়ে গিয়েছে শ্রীলঙ্কা। এই অবস্থায় বৃহস্পতিবারের ওভালে জয় ছাড়া কিছুই ভাবছে না বিরাট অ্যান্ড কোম্পানি। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। দলে তিনটি বদল এনেছে শ্রীলঙ্কা। গত ম্যাচের অধিনায়ক উপুল থারাঙ্গা, কাপুগেদেরা এবং সুকুগের জায়গায় দলে এসেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দানুষ্কা এবং থিসারা পেরেরা। ভারতীয় দল অবশ্য অপরিবর্তিতই রয়েছে।

ভারত: রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহালি, যুবরাজ সিংহ, হার্দিক পা্ণ্ড্য, এমএস ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, জশপ্রীত বুমরাহ।

Cricket Champions Trophy 2017 India Srilanka Virat Kohli বিরাট কোহালি চ্যাম্পিয়ন্স ট্রফি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy