Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sport News

এফ এ কাপ চ্যাম্পিয়ন চেলসি

ম্যান ইউনাইটেডের বিরুদ্ধে প্রথমার্ধেই এগিয়ে যায় চেলসি। ২১ মিনিটে নিজেদের পেনাল্টি বক্সের মধ্যে এডেন অ্যাজারকে ফাউল করেন ম্যান ইউনাইটেডের ফিল জোন্স। সঙ্গে সঙ্গেই পেনাল্টির নির্দেশ দেন রেফারি মাইকেল অলিভার।

ছবি: এএফপি।

ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ মে ২০১৮ ০৩:১৮
Share: Save:

স্বপ্নপূরণ আন্তোনিও কন্তের। এফ এ কাপ জিতে মরসুম শেষ করতে চেয়েছিলেন চেলসি ম্যানেজার। শেষ পর্যন্ত তাই হল। ওয়েম্বলিতে শনিবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে ছয় বছর পরে এফ এ কাপ জেতালেন চেলসিকে। তাতেও অবশ্য কন্তের ভবিষ্যৎ নিয়ে জল্পনা অব্যাহত।

ম্যান ইউনাইটেডের বিরুদ্ধে প্রথমার্ধেই এগিয়ে যায় চেলসি। ২১ মিনিটে নিজেদের পেনাল্টি বক্সের মধ্যে এডেন অ্যাজারকে ফাউল করেন ম্যান ইউনাইটেডের ফিল জোন্স। সঙ্গে সঙ্গেই পেনাল্টির নির্দেশ দেন রেফারি মাইকেল অলিভার। গোল করতে ভুল করেননি অ্যাজার। ৬৭ শতাংশ বলের দখল রেখেও অবশ্য ঘুরে দাঁড়াতে ব্যর্থ পল পোগবারা। ম্যাচের পরে হতাশ ম্যান ইউনাইটেড ম্যানেজার জোসে মোরিনহো বলেছেন, ‘‘এফ এ কাপ জয়ের জন্য চেলসিকে অভিনন্দন। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, যোগ্য দল হিসেবে ওরা চ্যাম্পিয়ন হয়নি। আমাদেরই জেতার কথা ছিল। ওরা তো পুরো ম্যাচটাই রক্ষণাত্মক খেলল। তাই হারলেও আমি হতাশ নই।’’ মোরিনহোর মতে রোমেলু লুকাকু ও মারুয়ান ফেলাইনির না খেলাটাই পার্থক্য গড়ে দিয়েছে। তিনি বলেছেন, ‘‘পুরো ম্যাচে আমাদের গোলরক্ষক দাভিদ দ্য হিয়াকে কোনও কঠিন বল ধরতেই হয়নি। ম্যাচের নিয়ন্ত্রণও আমাদের দখলেই ছিল। তবু জিততে পারলাম না।’’

চেলসির জয়ের নায়ক ও ম্যাচের সেরা অ্যাজারও মেনে নিয়েছেন রক্ষণাত্মক খেলার কথা। তিনি বলেছেন, ‘‘গোল না খাওয়াই আমাদের প্রধান লক্ষ্য ছিল। আমাদের মনে হয়েছিল, এই ম্যাচে একটা গোলই যথেষ্ট। তাই গোল হওয়ার পরেই রক্ষণ শক্তিশালী করে খেলেছি।’’ মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস বলেছেন, ‘‘এই মরসুমটা আমাদের একেবারেই ভাল যায়নি। তাই ভীষণ ভাবেই এফ এ কাপ জিততে চেয়েছিলাম। আমাদের সেই লক্ষ্য পূরণ হয়েছে।’’ তবে চেলসি সমর্থকদের প্রতি এখনও একই রকম দুর্বল মোরিনহো। ম্যাচের আগেই তিনি বলেছেন, চেলসি সমর্থকদের আজও ভালবাসি। ওদের মধ্যে কেউ কেউ উত্তেজনার বশে আমার বিরুদ্ধে মন্তব্য করলেও আমি কোনও দিন ওদের ঘৃণা করিনি, করব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Chelsea FA Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE