বয়স মাত্র ২১। খেলেছেন এশিয়া কাপেও। আর তার পরই ক্রিকেট থেকে অবসর! অভিনব এমন কাণ্ড ঘটালেন হংকংয়ের উইকেটকিপার-ব্যাটসম্যান ক্রিস্টোফার কার্টার। পাইলট হওয়াই তাঁর স্বপ্ন যে!
ক্রিকেটকে আঁকড়ে ধরায় বছর দুয়েক পড়াশোনায় মন দিতে পারেননি। এই সময়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ সালের নভেম্বরে অভিষেকের পর খেলেছেন ১১ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি। হংকং দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন তিনি। কিন্তু, হংকংয়ের হয়ে ক্রিকেট খেলে যে খুব বেশি দূর এগোনো যাবে না, এটা সম্ভবত দ্রুত উপলব্ধি করে ফেলেছন তিনি। তাই আর ব্যাট-বলের দুনিয়ায় পড়ে থাকতে চাইছেন না। ক্রিকেট ছেড়ে পাইলট হওয়ার লক্ষ্যে পড়াশোনাকে বেছে নিচ্ছেন।
পাইলট হওয়ার ট্রেনিং নিতে তিনি হংকং ছেড়ে চলে এসেছেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। সেখানে ৫৫ সপ্তাহ ধরে চলবে ট্রেনিং। হংকং এয়ারলাইন্সে সেকেন্ড অফিসার হতে চাইছেন তিনি। কার্টার বলেছেন, “আমি এর মধ্যেই পড়াশোনাকে বন্ধ রেখে খেলেছি। তবে এখন মনে হচ্ছে, যা হতে চেয়েছি সবসময়, সেই পাইলট হওয়ার দিকে নজর দেওয়ার সময় হয়েছে।”