Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coco Gauff

এর পর কি আমি, প্রশ্ন কোকোর

আফ্রিকান-আমেরিকান ষোড়শী গফ নিজের টুইটারে দিলেন টিকটক ভিডিয়ো।

কোকো গফ। ছবি সংগৃহীত

কোকো গফ। ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ মে ২০২০ ০৩:৫৩
Share: Save:

যুক্তরাষ্ট্রে মিনেসোটার রাজপথে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পুলিশের হাতে ‘হত্যার’ প্রতিবাদ জানিয়ে প্রতিশ্রুতিমান টেনিস তারকা কোকো গফ মন্তব্য করলেন, ‘‘এ বার কি আমার পালা?’’ আফ্রিকান-আমেরিকান ষোড়শী গফ নিজের টুইটারে দিলেন টিকটক ভিডিয়ো। তাঁকে দেখা গেল কালো পোশাকে। সঙ্গে ফ্লয়েড-সহ বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রে খুন হওয়া অন্য নিরপরাধ কৃষ্ণাঙ্গদের স্থিরচিত্র। ক্যামেরার সামনে দু’হাত তুলে ধরলেন কোকো। ছবির সঙ্গে লেখা হল, ‘‘এ বার কি আমার পালা?’’ যোগ করা হল, ‘‘এই জন্যই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সরব হচ্ছি। আমি প্রতিবাদ জানালাম। আপনারাও সেটাই করবেন তো?’’ শুধু কোকো নন। প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বের নানা প্রান্তে। যুক্তরাষ্ট্রের অনেক জায়গায় বিক্ষোভ ভয়ঙ্কর রূপ নিয়েছে। খেলোয়াড়দের অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল নেটওয়ার্কে। এনবিএ-র মহাতারকা লেব্রন জেমস থেকে আর্সেনালের কিংবদন্তি ফুটবলার ইয়ান রাইট— প্রতিবাদীদের দীর্ঘ তালিকা। নিহত ফ্লয়েড একসময় বাস্কেটবল, ফুটবল খেলেছেন। হত্যার যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে তাঁকে হ্যান্ডকাফ পরানো অবস্থায় মাটিতে ফেলে এক পুলিশ অফিসার ডেরেক শভিন হাঁটু দিয়ে তাঁর কাঁধ চেপে রেখেছে পাঁচ মিনিটের বেশি। যা দেখে রাইটের প্রতিক্রিয়া, ‘‘আর নিতে পারছি না। আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coco Gauff George Floyd Tennis Sports Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE