Advertisement
E-Paper

নির্বাচক বাছাই শোধরাতে বলা হল সিএবিকে

এই খসড়ায় সম্প্রতি একাধিক সংশোধনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)। প্রতিটি সংশোধনের নির্দেশই যে এখন তাঁদের মেনে নিতে হবে, তা-ও স্বীকার করে নিয়েছেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ০৪:০২
সভা: শনিবার সিএবি-তে সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজস্ব চিত্র

সভা: শনিবার সিএবি-তে সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজস্ব চিত্র

তাদের নতুন গঠনতন্ত্রের খসড়া যে বিচারপতি লোঢা কমিটির সুপারিশ বা দেশের সর্বোচ্চ আদালতের রায় পুরোপুরি মেনে করা হয়নি, তা শনিবার মেনে নিল রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি।

এই খসড়ায় সম্প্রতি একাধিক সংশোধনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)। প্রতিটি সংশোধনের নির্দেশই যে এখন তাঁদের মেনে নিতে হবে, তা-ও স্বীকার করে নিয়েছেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ট্রাস্টি বোর্ড বাতিল করা থেকে যোগ্যতা মান অনুযায়ী নির্বাচকদের কমিটি গঠন, এ সবই করতে হবে বাংলার ক্রিকেট প্রশাসনকে।

ট্রাস্টি বোর্ড এবং নির্বাচন নীতি নিয়ে যে অসঙ্গতি রয়েছে সিএবি-র গঠনতন্ত্রে, সেই রিপোর্ট আগেই তুলে ধরেছে আনন্দবাজার। শুধু তা-ই নয়, এ কথাও লেখা হয়েছিল যে, যোগ্যতামান পূরণ না করা সত্ত্বেও সিনিয়র এবং জুনিয়রে নির্বাচক নিয়োগ করা হয়েছে কয়েক জনকে। সিনিয়র এবং জুনিয়রে দু’জন করে নির্বাচক যোগ্যতামান পূরণ করছেন না। নতুন গঠনতন্ত্র অনুযায়ী, রাজ্য ক্রিকেট সংস্থায় সিনিয়র নির্বাচক হতে গেলে অন্তত তিরিশটি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। জুনিয়র নির্বাচক হতে গেলে খেলতে হবে অন্তত পঁচিশটি প্রথম শ্রেণির ম্যাচ।

সিএবি-র বর্তমান নির্বাচক কমিটিতে দুই বিভাগেই দু’জন করে সদস্য আছেন, যাঁরা এই শর্ত পূরণ করছেন না। সিএবি এখনও তাঁদের নির্বাচক পদে রেখে দিলেও তাঁদের অদূর ভবিষ্যতে না সরিয়ে উপায় থাকছে না। সিওএ থেকে বার্তা এসে গিয়েছে, নির্বাচকদের জন্য তৈরি করা যোগ্যতামান-সহ সমস্ত নিয়ম মেনেই নতুন গঠনতন্ত্র তৈরি করতে হবে। না হলে সংস্থার কার্যকলাপ বৈঘ বলে গণ্য করা হবে না।

নতুন তর্ক উঠেছে ক্রিকেটারদের ভোটদান নিয়ে। ভারতীয় দলের হয়ে খেলা রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের ভোটাধিকার দেওয়ার সুপারিশ করেছে সিওএ। এই সুপারিশে এখনই সায় দিতে রাজি নন বাংলার ক্রিকেটের কর্তারা। শুধু তাঁরাই নন, বিভিন্ন রাজ্যের অনেক কর্তাই এর বিরুদ্ধে। কারণ? কারও কারও মনে হচ্ছে, ক্রিকেটারদের ভোটাধিকার এসে গেলে সংস্থার নির্বাচনে বিরাট ভূমিকা নিতে পারেন তাঁরাই। তখন কর্তাদের মৌরসিপট্টায় আরও বেশি করে টান পড়তে পারে।

ভোটদানের অধিকার দেওয়ার কথা উঠেছে আন্তর্তাজিক ক্রিকেট খেলা পুরুষ ও মহিলা খেলোয়াড়দের। বাংলায় পুরুষদের দল খুব একটা ভারী না হলেও মহিলাদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সেক্ষেত্রে দেখা যাবে হয়তো বিভিন্ন রাজ্যেই ব্যালট বাক্সে বড়সড় প্রভাব ফেলে দিতে পারে ক্রিকেটারদের জোটই। সংস্থার নির্বাচনে নিয়ন্ত্রণ খর্ব হতে পারে কর্তাদের। শনিবার সিএবি-র সভায় প্রস্তাব ওঠে, ক্রিকেটারদের বরং ক্লাবের প্রতিনিধি হিসেবে ভোট দেওয়ার অধিকার দেওয়া হোক। তবে বেশির ভাগ সদস্যের মত, বিষয়টা আদালতের ওপর ছেড়ে দেওয়া হয়। সৌরভ এ দিন সভার পরে জানিয়ে দেন, ‘‘সিওএ এটা সুপারিশ করেছে, নির্দেশ দেয়নি। সুপ্রিম কোর্ট যদি সিওএ-র এই সুপারিশ মানার নির্দেশ দেয়, তা হলে আমাদের তা মেনে নিতেই হবে।’’

সিওএ আবার ইঙ্গিত দিয়েছে যে, রাজ্যে কোনও ক্রিকেটারদের সংস্থা গঠন করার প্রয়োজন নেই। সব রাজ্যের প্রতিনিধিদের নিয়ে একটি কেন্দ্রীয় সংস্থা গড়ে দেবে বোর্ড। তারাই রাজ্য সংস্থার অ্যাপেক্স কাউন্সিলে দু’জন করে ক্রিকেটার প্রতিনিধি মনোনীত করবে।

সিএবি-র নতুন গঠনতন্ত্রের খসড়ায় ৩০টিরও বেশি খুঁতের তালিকা তৈরি করে সম্প্রতি তা সিএবি-কে পাঠায় সিওএ। তাদের বক্তব্য, লোঢা সুপারিশ বা সুপ্রিম কোর্টের ৯ অগস্টের রায় পুরোপুরি মেনে করা হয়নি এই খসড়া। যার বেশির ভাগ নিয়ে আগের বিশেষ সাধারণ সভায় আলোচনা হয়েছিল।

শনিবার সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সিওএ যে সংশোধনগুলো করতে বলেছে, তা সবই করা হবে।’’ এত দিন ট্রাস্টি বোর্ডের পক্ষে সওয়াল করা সৌরভ এ দিন বলেন, ‘‘ট্রাস্টি বোর্ড বহাল রাখা যাবে না। সিওএ যা নির্দেশ দিয়েছে, তা আমাদের মানতেই হবে।’’ অর্থাৎ ১৯৯৩-এ জগমোহন ডালমিয়া সিএবি-র শীর্ষপদে বসার সময় যে ট্রাস্টি বোর্ড তৈরি হয়েছিল, প্রাক্তন শীর্ষকর্তাদের সঙ্গে সংস্থার সম্পর্ক বজায় রাখার উদ্দেশে, তার অবসান হতে চলেছে এ বার। নির্বাচকদের কমিটি নিয়ে সৌরভ বলে দেন, ‘‘নির্বাচক কমিটিতে বদল আনতে হবে। তবে সেটা বার্ষিক সাধারণ সভার আগে করা যাবে না। গঠনতন্ত্রে তেমনই বলা আছে।’’

Cricket CAB Cricket Association of Bengal Sourav Ganguly Committee of Administration Lodha Committee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy