Advertisement
৩০ এপ্রিল ২০২৪

জাতীয় পতাকা নিয়ে বিতর্কে কোহালিরা

পারফরম্যান্সের বিচারে তুঙ্গে থাকলেও মাঠের বাইরের বিতর্ক যেন পিছু ছাড়ছে না ধোনিদের। এ বার ক্রিকেটারদের হেলমেটে জাতীয় পতাকার ব্যবহার নিয়ে আপত্তি জানিয়ে মামলা ঠুকলেন এক ব্যক্তি। গত রবিবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের উল্লেখ করে মোহালি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সমাজকর্মী ও ফিল্মমেকার পি উলহাস।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ১৩:৫৮
Share: Save:

পারফরম্যান্সের বিচারে তুঙ্গে থাকলেও মাঠের বাইরের বিতর্ক যেন পিছু ছাড়ছে না ধোনিদের। এ বার ক্রিকেটারদের হেলমেটে জাতীয় পতাকার ব্যবহার নিয়ে আপত্তি জানিয়ে মামলা ঠুকলেন এক ব্যক্তি। গত রবিবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের উল্লেখ করে মোহালি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সমাজকর্মী ও ফিল্মমেকার পি উলহাস।

পি উলহাসের দাবি, দেশকে অপমান করেছেন ওই ক্রিকেটাররা। তাঁর মতে, এ ভাবে হেলমেটে জাতীয় পতাকার ছবি লাগানোটা বেআইনি। অনেক সময় দেখা যায়, মাঠেই থুতু ফেলছেন ক্রিকেটাররা আর পাশেই পড়ে রয়েছে জাতীয় পতাকা লাগানো হেলমেট।

এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আগেই অভিযোগ করেছিলেন উলহাস। পরে তিনি থানায় ডায়েরি করেন। এখনও পর্যন্ত বিরাট কোহালি-সহ ভারতীয় দলের অনেকেই হেলমেটে জাতীয় পতাকা লাগিয়ে মাঠে নামেন। এই কিছু দিনে আগে পর্যন্তও মহেন্দ্র সিংহ ধোনি এ ধরনের হেলমেট পড়তেন। কিন্তু, আজকাল তিনি কেবলমাত্র বিসিআই-এর লোগো লাগানো হেলমেটই পড়েন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Tri-Colour Complaint Vrat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE