Advertisement
E-Paper

ফ্লাডলাইট-সমস্যা, রবীন্দ্র সরোবরে আই লিগ হওয়া নিয়ে সংশয়

ইস্টবেঙ্গল-মোহনবাগান এবং আটলেটিকো—একই শহরের তিন টিমের আইএসএলে খেলা নিয়ে আপত্তি আছে এটিকে টিম ম্যানেজমেন্টের। চাইছেনও না সেটা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ০৩:৩৬

ইস্টবেঙ্গল-মোহনবাগান এবং আটলেটিকো—একই শহরের তিন টিমের আইএসএলে খেলা নিয়ে আপত্তি আছে এটিকে টিম ম্যানেজমেন্টের। চাইছেনও না সেটা।

উল্টে এ বছর ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের আই লিগ খেলা নির্ভর করছে এটিকে কর্তাদের ইচ্ছের উপর!

যুব বিশ্বকাপের জন্য যুবভারতীতে স‌ংস্কারের কাজ চলছে। তাই ওই মাঠে আই লিগ আয়োজন সম্ভব নয়। যুবভারতীর বদলি হিসেবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের প্রথম পছন্দ রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। হোম হিসেবে দুই প্রধানের দ্বিতীয় পছন্দের তালিকায় রয়েছে বারাসত স্টেডিয়াম।

বারাসত নিয়ে সমস্যা নেই। তবে রবীন্দ্র সরোবরে খেলতে হলে এটিকের দ্বারস্থ না হয়ে উপায় নেই ইস্ট-মোহনের। কারণ সাজিয়েগুছিয়ে এই স্টেডিয়ামকে ঝাঁ চকচকে করে তুলেছে তো তারাই। অস্থায়ী ফ্লাডলাইট ভাড়া করে লাগানো হয়েছে মলিনার টিমের হোম ম্যাচের জন্য। পস্টিগাদের সব হোম ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর সেই সব আলো খুলে ফেলার কথা এটিকে কর্তৃপক্ষের।

আই লিগের সিইও সুনন্দ ধর সোমবার রবীন্দ্র সরোবর স্টেডিয়াম পরিদর্শনে এসেছিলেন। মাঠ দেখার পর তিনি বলেন, ‘‘যে মাঠে ফ্লাডলাইট নেই, সেই মাঠে আই লিগ করা যাবে না। সে জন্যই আই লিগের ভেনুতে এ বার কল্যাণী স্টেডিয়ামের নাম নেই।’’ সুনন্দবাবুর কথায় পরিষ্কার রবীন্দ্র সরোবরের ফ্লাডলাইট খুলে ফেলা হলে সেখানে আই লিগের ম্যাচ দেওয়া যাবে না। কারণ, টুর্নামেন্টের সব খেলাই ফেডারেশন করতে চাইছে নৈশালোকে।

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছিলেন, ‘‘আমরা শুনেছি রবীন্দ্র সরোবরের ফ্লাডলাইট খুলে নেওয়া হতে পারে। তখন বারাসতেই খেলতে হবে। তবে আমাদের প্রথম পছন্দ রবীন্দ্র সরোবরই।’’ উল্লেখ্য ইস্টবেঙ্গল মাঠে ফ্লাডলাইট নেই। তাই আই লিগের জন্য মাঠ বা বাকি পরিকাঠামো তৈরি থাকলেও ম্যাচ করা সম্ভব নয়। মোহনবাগানে আবার ফ্লাডলাইট আছে। কিন্তু পুরো কাজ এখনও শেষ হয়নি। ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ‘‘আমরা রবীন্দ্র সরোবরেই খেলতে চাই। বারাসতের নামও দ্বিতীয় পছন্দ হিসেবে পাঠানো আছে। তবে এটিকে কর্তাদের সঙ্গে ফ্লাডলাইটের বিষয়টা নিয়ে আমরা কথা বলে নেব।’’

কিন্তু এটিকে কি তাদের ভাড়া নেওয়া ফ্লাডলাইট দুই প্রধানকে ব্যবহার করতে দেবে? দিলেও তা কোন শর্তে দেবে? আটলেটিকো দে কলকাতার সচিব সুব্রত তালুকদার বললেন, ‘‘আলোর বিষয় নিয়ে ইস্টবেঙ্গল বা মোহনবাগান এখনও কেউ কিছুই বলেনি আমাদের। তাই এটা নিয়ে এখনই কিছু বলতে পারব না। তবে এটা বলছি, ফ্লাডলাইটের যে স্ট্রাকচারটা রয়েছে ওই স্টেডিয়ামে, সেটা আমাদের তৈরি করা।’’ এটিকের তৈরি করা রবীন্দ্র সরোবর স্টেডিয়াম পছন্দ হয়েছে আই লিগ কমিটির কর্তাদের। সুনন্দবাবু বললেন, ‘‘স্টেডিয়ামের এখন যা অবস্থা তাতে আই লিগ করতে সমস্যা নেই। কিছুই পরিবর্তন করতে হবে না। তবে ফ্লাডলাইট না থাকলে সমস্যা হবে।’’

মঙ্গলবার বারাসত স্টেডিয়াম দেখতে যাওয়ার কথা রয়েছে সুনন্দবাবুদের। আই লিগ শুরু হওয়ার কথা ৭ জানুয়ারি থেকে। কিন্তু এখনও ফ্র্যাঞ্চাইজি টিম বাছা হয়নি বলে লিগের ক্রীড়াসূচি তৈরি করা যায়নি। ফেডারেশনের কাছে ফ্র্যাঞ্চাইজি টিমের জন্য এখনও পর্যন্ত পঞ্জাবের মিনার্ভা অ্যাকাডেমি এফসি, গোয়ার এফসি বার্দেজ এবং চেন্নাই সিটি এফসি বাদ দিয়ে আর কোনও নতুন নাম জমা পড়েনি। তবে ফ্র্যাঞ্চাইজি টিমের নাম জমা দেওয়ার শেষ দিন ৮ ডিসেম্বর। এর পর ১১ ডিসেম্বর বিড কমিটির বৈঠক। সেখানেই ঠিক হবে আই লিগ এ বার কতগুলো টিম নিয়ে হবে।

flood light problem I league Rabindra Sarobar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy