Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সেভিয়ার বিরুদ্ধেও মেসির খেলা নিয়ে ধোঁয়াশা তুঙ্গে

ফিফা ফ্রেন্ডলিতে স্পেনের বিরুদ্ধে আর্জেন্তিনা ষষ্ঠ গোল খাওয়ার পরেই হতাশ মেসি স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। ভালভার্দের মতে সেই বিপর্যয়ের প্রভাব এই ম্যাচে পড়বে না।

লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে শনিবার খেলতে মরিয়া লিয়োনেল মেসি। ফাইল চিত্র

লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে শনিবার খেলতে মরিয়া লিয়োনেল মেসি। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৮ ০৪:২৫
Share: Save:

হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ফিফা ফ্রেন্ডলিতে ইতালি ও স্পেনের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। আজ, শনিবার লা লিগায় সেভিয়া-র বিরুদ্ধেও লিয়োনেল মেসি-র খেলা নিয়ে বাড়ছে সংশয়।

২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে এই মুহূর্তে বার্সেলোনা। এখনও পর্যন্ত লা লিগায় অপরাজিত মেসি-রা। সেভিয়া-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচেও সেই ছন্দ ধরে রাখতে মরিয়া বার্সেলোনা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে। তবে অনুশীলনে নামলেও সেভিয়া-র বিরুদ্ধে দলের সেরা অস্ত্র মেসি-র খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দলের সঙ্গে পুরোদমেই অনুশীলন করেছেন আর্জেন্তিনা অধিনায়ক। ফিটনেস পরীক্ষাতেও পাশ করেছেন। সব চেয়ে বড় কথা মেসি নিজেই ছটফট করছেন মাঠে নামার জন্য। তা হলে কেন সেভিয়া-র বিরুদ্ধে বার্সেলোনা তারকার খেলা নিয়ে জল্পনা তুঙ্গে?

স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে রোমা-র বিরুদ্ধে ম্যাচ। তার পরে বিশ্বকাপ। ভালভার্দে থেকে আর্জেন্তিনা কোচ হর্হে সাম্পাওলি— এই মুহূর্তে কেউ-ই মেসি-কে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না। সেভিয়া-র বিরুদ্ধে ম্যাচে ১৮ জনের তালিকায় অবশ্য মেসি-কে রেখেছেন বার্সেলোনা ম্যানেজার। ভালভার্দে বলেছেন, ‘‘মেসির সামান্য চোট রয়েছে। আমরা চাই না সেটা বেড়ে যাক। তাই কোনও ঝুঁকি নেব না।’’ তবে চোটের জন্য এই ম্যাচে নেই
সের্জিও বুস্কেৎস।

ফিফা ফ্রেন্ডলিতে স্পেনের বিরুদ্ধে আর্জেন্তিনা ষষ্ঠ গোল খাওয়ার পরেই হতাশ মেসি স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। ভালভার্দের মতে সেই বিপর্যয়ের প্রভাব এই ম্যাচে পড়বে না। তিনি বলেছেন, ‘‘স্পেনের বিরুদ্ধে হারের পর সমালোচনায় মেসি দুঃখ পেয়েছে ঠিকই। কিন্তু সেই হতাশা ও এখন কাটিয়ে উঠেছে। আমি ওর সঙ্গে আলাদা ভাবে কথাও বলেছি।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘সমালোচনায় আমরা অভ্যস্ত হয়ে উঠেছি।’’

ভালভার্দে চিন্তিত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ছিটকে দেওয়া সেভিয়া-কে নিয়েও। ২৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে সেভিয়া লা লিগায় ষষ্ঠ স্থানে থাকলেও বার্সেলোনা ম্যানেজার বলছেন, ‘‘সেভিয়া দারুণ শক্তিশালী দল। তার উপর ওরা ঘরের মাঠে খেলার সুবিধে পাচ্ছে। তাই লিগ টেবলে ওরা ষষ্ঠ স্থানে থাকলেও উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘লা লিগায় চ্যাম্পিয়ন হতে গেলে এই ম্যাচে জেতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’ বার্সেলোনা ম্যানেজার ক্ষোভ প্রকাশ করেছেন লা লিগার ক্রীড়াসূচি নিয়েও। তিনি বলেছেন, ‘‘আগামী ২২ দিনে আমাদের সাতটি ম্যাচ খেলতে হবে। ফুটবলারদের কাছে যা অত্যন্ত ক্লান্তিকর। এই পরিস্থিতিতে ফুটবলারদের তরতাজা রাখা সব চেয়ে কঠিন কাজ। এই কারণেই ফুটবলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE