Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পদক হারালেন হৃদয় ভিজিয়ে

দীপা, তোমার ঐতিহাসিক পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করবে। তুমি আমাদের হৃদয় জিতে নিয়েছ: মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৬ ০৪:৫২
Share: Save:

দীপা কর্মকার, তুমি আমার হিরো!!

—অভিনব বিন্দ্রা

তোমাকে নিয়ে অসম্ভব গর্বিত।

—রাজ্যবর্ধন রাঠৌর

উফ কী পারফরম্যান্স! তোমাকে নিয়ে গর্বিত দীপা।

—বিজেন্দ্র সিংহ

জিমন্যাস্টিক্সে অলিম্পিক্সে চতুর্থ... আজ মিলখা সিংহ আর পিটি উষার পাশেই! তোমার জন্য অসম্ভব গর্বিত দীপা!! রিওয় ভারতের সেরা!

—সোমদেব দেববর্মন

ধন্যবাদ দীপা কর্মকার। গোটা দেশকে মাঝ রাতে এক করে দিলে জিমন্যাস্টিক্সের মতো খেলায় তোমার হয়ে গলা ফাটানোর জন্য। যে খেলার কোনও পরিকাঠামোই নেই এ দেশে। অসম্ভব গর্বিত।
—বীরেন্দ্র সহবাগ

দীপা কর্মকার.. ভারতের গৌরব.. তোমার কাহিনি আমাদের আরও ভাল করার প্রেরণা দেয়... আর আমরা করবও!! অসংখ্য অভিনন্দন!!

—অমিতাভ বচ্চন

দীপা, এ ভাবেই ঝলমল করে যাও।

—মাধুরী দীক্ষিত

সাবাশ দীপা কর্মকার!! তোমাকে দেখে মুগ্ধ... আমরা সবাই তোমাকে নিয়ে অসম্ভব প্রাউডোনোভা!!

—বিদ্যা বালান

পরিশ্রম, কান্না আর জয়জয়কার! শব্দগুলোর সত্যিকারের মানে বুঝতে অলিম্পিয়ান হতে হয়। যুক্তরাষ্ট্রের মেয়েটা শেষ মুহূর্তে বাকিদের ছায়ায় ঢেকে দেওয়ার আগে পর্যন্ত দীপাই তৃতীয় ছিল!!

—বিষেণ সিংহ বেদী

দীপা, তোমার ঐতিহাসিক পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করবে। তুমি আমাদের হৃদয় জিতে নিয়েছ।

—মমতা বন্দ্যোপাধ্যায়

তোমাকে অনেক অনেক আদর। আর তোমার পারফরম্যান্সকে সেলাম। এটা তো সবে শুরু।

—শ্রেয়া ঘোষাল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE