নিজে থেকেই আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ডারেন স্যামি। পাকিস্তান থেকে সেন্ট লুসিয়ায় নামার পর নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এক টুইটে স্যামি লিখেছেন, “সবেমাত্র নামলাম সেন্ট লুসিয়ায়। সবার সঙ্গে দূরত্ব বজায় রাখছি। হাত ধুচ্ছি। মুখ, চোখ ও নাকে হাত দিচ্ছি না। যদিও আমার কোভিড-১৯ টেস্ট নেগেটিভ এসেছে পাকিস্তান ছাড়ার একদিন আগে, তবু প্রিয় জনদের দেখার জন্য ১৪ দিন অপেক্ষা করব।”
পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্প্রতি ১২৮ জনের কোভিড-১৯ টেস্ট করিয়েছে। প্রত্যেক টেস্টের ফলাফলই নেগেটিভ এসেছে। যে ক্রিকেটারদের এই টেস্ট করানো হয়েছিল, তার মধ্যে স্যামিও ছিলেন। অ্যালেক্স হেলসের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা যেতেই অবশ্য পিসিবি বাতিল করে দিয়েছিল পাকিস্তান সুপার লিগের সেমিফাইনাল ও ফাইনাল।